নির্জন সমুদ্র পাড়ে বসে
ডুকরে কাঁদছে ‘সমুদ্র বিলাস’,
ফিরবে না তুমি এই ভেবে
ফেলে যাচ্ছে অন্তহীন দীর্ঘশ্বাস ।
রুপা এখন আর দেয় না সাজ
এই ভেবে হিমু ফিরবে আজ !
যোক্তিক যুক্তির খেলায় মাতে না
এখন আর মিসির আলি ,
মাতবে কি ভাবে? সে যে পৌঁছে গেছে
যোক্তিক যুক্তির একেবারে শেষ গলি ।
সব আছে তবু 'কোথাও কেউ নেই'
সৃষ্টি আছে কিন্তু স্রষ্টা নেই ।
১১.১৩.২০১৪
(কবিতাটার কোনো শিরোনাম দিতে ইচ্ছে করছে না, সব কবিতার শিরোনাম থাকার দরকার আছে কি ?)
গত ১১ তারিখ দুপুর বেলায় যখন হুমায়ূন আহমেদের নারিকেল দ্বীপ জিনজিরার বাড়ি ‘সমুদ্র বিলাস’ এর সামনে দিয়ে হাঁটছিলাম খুব খারাপ লাগছিল। বাড়িটার আগের মত যত্ন নেয়া যে হচ্ছে না খুব স্পষ্ট বোঝা গেছে । উনি থাকা কালীন প্রায় সমুদ্র বিলাস এ প্রায় যেতেন ।এখন নাকি একটা প্রাইভেট কোম্পানিকে দেয়া হয়েছে ওরাই নাকি দেখা শুনা করে ।
শুভ জন্মদিন হুমায়ূন আহমেদ ।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৮