তুমি যদি চাও
হব আমি ল্যাম্পপোস্টের মৃদু আলো
তুমি যদি চাও
হব আমি অমাবস্যার তিমির কালো
তুমি যদি চাও
চষে বেড়াবো আমি তাঁরা থেকে তাঁরা
তুমি যদি চাও
পথে পথে ঘুরবো আমি হয়ে দিশেহারা
তুমি যদি চাও
হব আমি কাঁশ বনে ফূটে উঠা বূনো ফুল
তুমি যদি চাও
হব আমি ব্যস্ত নগরীতে ডেকে উঠা অদৃশ্য কোকিল
তুমি যদি চাও
হব আমি ছন্দে-ছন্দে কবির অবচেতেন মনের কথা
তুমি যদি চাও
হব আমি রাস্তার পাশে বেড়ে উঠা স্বর্ণলতা
তুমি যদি চাও
হব আমি হুমায়ন আহমদের মিসির আলি
তুমি যদি চাও
হব আমি রবিন্দ্রনাথের কালজয়ী গীতাঞ্জলি
তুমি যদি চাও
হব আমি গিটারের টুংটাং শব্দ
তুমি যদি চাও
হব আমি কবিতার অবিন্যস্ত ছন্দ
তুমি যদি চাও
হব আমি অবিরাম খালি পায়ে হেঁটে চলা হিমু
তুমি যদি চাও
হব আমি ষোড়শী মেয়ের সদ্য লিপিষ্টক দেয়া ঠোঁটের চুমু।