সুইজারল্যান্ড কান্ট্রি সাইড যে কতটা সুন্দর হতে পারে তা না গেলে উপলব্ধি করা যায় না। আমার মনে হয়েছিল হয়তো আমি সত্যিই স্বর্গে চলে এসেছি... এতোটাই সুন্দর। তাইতো হলিউড/বলিউড/ঢালিউডের ছবির স্যুটিং এখানে হয়। খারাপ ওয়েদারের কারনে আমি এ্যান্জেলেনা জলি বা শাহরুখ খানের দেখা পেলাম না ... আফসোস... । ... যেহেতু আমাদের টাইম ফিক্সড্ তাই ওয়েদার এর দিকে খুব একটা না তাকায়ে কাধেঁ ব্যাগ প্যাক নিয়ে বেড়িয়ে পড়েছিলাম। যাহোক ছবি দেখেন বাড়তি কথা না বলে.....
এগুলা লুজানের ছবি..... লেক, গাছ, গাংচিল/হাঁস... সব মিলিয়ে সে যে কি সুন্দর... আমার মনে হয়েছিল আমি যুগ যুগ এখানে এ নদীর ধারে কাটিয়ে দিতে পারবো
উপরের পেনোরমা রেস্টুরেন্টে কফি খেতে ঢুকছিলাম... সেখানে এক বাঙ্গালী ভাইয়ের দেখা পেয়েছিলাম... আমাদের দেখে সে কি খুশি .... দেশের টান আর কি...
এগুলা অলিম্পিক সিটির ছবি..... অলিম্পিক হিস্ট্রি আর স্কাপ্লচার সঙ্গে ন্যাচারাল ভিউ....ও মাই গড... নেচারের সাথে মনুষ্য সৃস্টি কম্বিনেশান... অপূর্ব অপূর্ব অপূর্ব...... নিজের চোখকেই বিস্বাস করতে পারছিলাম না ... এতোটাই সুন্দর।
এবার নদীর পাড় দেখা শেষ দেন পাহাড়ে চলেন..... পাহাড় কতটা সুন্দর হতে পারে তা এবার দেখবেন..!!!
এখানেই মেইনলি হলিউড/বলিউড/ঢালিউড এর স্যুটিং হয়। একটু খেয়াল করলে ইদানিং কালের ছবিগুলা বিশেষ করে বলিউড/ঢালিউড এর গানের সিনারি খুঁজে পাবেন।
এবার ওল্ড টাউনের ছবি দেখেন.... তারা কি যত্ন করে নিজেদের ঐতিয্য ধরে রেখেছে তা না দেখলে বিস্বাস হয় না। যাহোক আমাদের মতো ১৮ কোটি লোক থাকলে অবশ্য ঠেলাটা বুঝতো !!!!
বি:দ্র: সুইজারল্যান্ড এ বড় শহরগুলোর ছবি আগেই শেয়ার করেছি তাই এ পর্বে দিলাম না।
আগের পর্বের ছবি যদি দেখতে চান : Click This Link
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩