তুরস্কের দক্ষিণের শহর সির্ত এ অবস্থিত সির্ত বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির আবেদন নেয়া হচ্ছে। কুর্দি সংখ্যাগরিষ্ঠ শহরটির সির্ত বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের আবেদনে কোনো শর্তই রাখা হয়নি। ফলে, যে কেউ আবেদন করে সুযোগ পেয়ে যেতে পারেন বিশ্ববিদ্যালয়টিতে। ৪ বছর ও ২ বছরের বিভিন্ন কোর্সে একাধিক শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দেওয়া হবে। তবে, ছোট্ট শহর হওয়ায় বিদেশি শিক্ষার্থীদের কোনো কাজের সুযোগ সাধারণত থাকেনা। ফলে আবেদনকারীকে নিজ খরচে পড়াশুনার উদ্দেশ্যে আবেদন করতে হবে। সরকারি বিশ্ববিদ্যালয় হওয়ায় সেমিস্টার ফি ৪০০-৬০০ লিরার মধ্যে হয়ে থাকে।
আবেদনের শর্ত সমূহ:
উচ্চ মাধ্যমিকে কমপক্ষে ৬০% নম্বর।
উচ্চ মাধ্যমিকের নম্বরপত্র ও সার্টিফিকেটের সত্যায়িত কপি (অনলাইনে জমা দিতে হবে)
পাসপোর্টের সত্যায়িত কপি (অনলাইনে জমা দিতে হবে)
৪.৫*৬ সাইজের এক কপি ছবি (অনলাইনে জমা দিতে হবে)
আবেদন লিংক: আবেদন করতে হবে অনলাইনে। লিংক
আবেদনের শেষ সময়: ২৮ জুলাই।
ফলাফল ঘোষণা: ৯ আগস্ট
বিস্তারিত তথ্য: Click This Link
এই পেইজে গেলে ইংরেজীতে ফাইলটি নামিয়ে বিস্তারিত কাগজপত্রগুলো অনলাইনে সাবমিট করতে পারেন।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:১৮