মুক্তমন হলো নিজের মনকে উন্মুক্ত
করা নতুন জিনিসের প্রতি, এবং
পুরাতনের প্রতি শ্রদ্ধাশীল থাকা।
যেমন ধরেন,
যে নারী জীবনে কোনোদিন
ঘরের বাইরে পা রাখেনি, সে
যদি বন্ধুদের সাথে সাহস করে
হিমালয় দেখতে যায়, সেইটা
হলো মুক্তমন। এই মুক্তমনা হবার পর সে
যদি এসে তার মা কে তিরষ্কার
করে বলে "তুমি তো জীবনে
রান্নাঘরের বাইরে যাওনি"।
তাহলে সেটা হবে অহংকার,
মুক্তমন নয়। কারণ নতুন জিনিসের
স্বাদগ্রহণের পর সে নিজেকে
বিজ্ঞ মনে করছে, ধরাকে সরা
জ্ঞান করছে। নিজের মা কে
অপমান করছে। তার মন বরং আরো
সংকীর্ণ হয়েছে।
৭৫ বছর বয়সী এক বৃদ্ধ যদি নতুন করে
কম্পিউটার চালানো শিখে বা
শিখার চেষ্টা করে, সেইটা মুক্তমন।
সে যদি এখন তার সমবয়সী বন্ধুদের
উপহাস করে বলে "তোরা এখনো
কম্পিউটার চালাইতে পারিস না,
তোরা তো বলদ, গাধা।" তাহলে
সেইটাও সংকীর্ণ মনের পরিচয়।
আমাদের দেশে একশ্রেণির
রিফিউজি সিকার আছে, যারা
নিজেদের মুক্তমনা দাবি করে,
কারণ তারা নাস্তিক হয়েছে।
ধর্মীয় কুসংস্কার থেকে মুক্ত
হয়েছে। তাদের দৃষ্টিকোণ থেকে,
ধরে নিলাম ভাল কথা। সমস্যাটা
হচ্ছে, এই নতুন জিনিস গ্রহণের পর
তারা পুরাতন ধর্মকে ব্যঙ্গ বিদ্রুপ
করতে থাকে, নোংরা ভাষায়
আক্রমণ করতে থাকে। প্রকৃত অর্থে
তারা উপরের দুই উদাহরণের মত
সংকীর্ণ মনাই হতে পেরেছে।
মানুষ যত জ্ঞানী হয়, ধনী হয়,
অভিজ্ঞ হয়, তত বিনয়ী হয়, অন্যের
প্রতি শ্রদ্ধাশীল হয়। তারাই
মুক্তমনা।
"মুক্তমন" শব্দটি ঐ এক শ্রেনির
রিফিউজি সিকারের বাপের
সম্পত্তি নয়, এটির সাথে আস্তিক
নাস্তিকেরও সম্পর্ক নেই। যে কেউই
হতে পারেন মুক্ত মনের অধিকারী/
অধিকারিনী।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৬