ক. বাংলা কমুউনিটি ব্লগের পথিকৃৎ সামহোয়্যার ব্লগ যখন চালু হয়, তার উদ্যোক্তারাও বোধকরি চিন্তা করেননি এটা এতটা জনপ্রিয়তা পাবে। কালের বিবর্তনে চালু হয়েছে অনেক বাংলা ব্লগ। সব ব্লগেই কম-বেশী ব্লগাররা আছেন, ব্লগিং করেন। ব্লগে অনেকবারই দেখেছি একটা প্রশ্ন: সামু ব্লগের মত ইংরেজী ব্লগ আছে কি?
এর সহজ উত্তর হলো নেই!
খ. তার মানে কি সারা দুনিয়া জুড়ে মানুষ কি ব্লগিং করে না? ব্লগিং এর মত সময় কাটানোর, চাপাবাজি-গালাগালি করার, নিজের চিন্তা-চেতনা অন্যদের সাথে শেয়ার করার এই নেশার সাথে তারা কি পরিচিত নয়?
অবশ্যই দুনিয়াজুড়ে লোকজন ব্লগিং করে, বিস্মিত হচ্ছেন! কোথায় করে??
গ. ইন্টারনেটের প্রসারতার যুগে কমুউনিটি ব্লগিংয়ের যে ধারাটি সামু ব্লগ বাংলাদেশে চালু করেছে, এই ধরণের ব্লগ সাইট পাওয়া দুস্কর। কিন্তু একই ধারায় ব্লগিং চলছে ধূমিয়ে--সারা বিশ্বজুড়েই!!
ইউটিউবে কম-বেশী সবাই যান...ভিডিওর নীচে কমেন্টগুলো কখনও পড়েছেন??
এই লিংকে দেখুন: চার্লি বিট মাই ফিঙ্গার এগেইন
ইউটিউবের অন্যতম এই ভিডিওটি দেখা হয়েছে সাড়ে তিন কোটিবারেও বেশি। ভিডিওটি পছন্দ করেছেন (+ রেটিং দিয়েছেন!) ৭ লক্ষ ৪০ হাজার জনের মত, মাইনাচ রেটিং দিয়ে অপছন্দ জানান দিয়েছেন ৯৫ হাজারের মত। আর কমেন্ট! সেটার সংখ্যা ৫ লক্ষ ৭২ হাজারের মত!
ঘ. উপরেরটা একটা উদহারণ, যেকোন ইউটিউবের ভিডিওর কমেন্ট দেখুন, দেখবেন গালাগালি, ট্যাগিং সবই চলছে!
ঙ. দুনিয়াজুড়ে অন্যতম জনপ্রিয় আর একটি ব্লগিং মাধ্যম হলো সংবাদপত্রের অনলাইন সাইটগুলো। খবরের নীচে পাঠকের মন্তব্য এবং প্রতি মন্ত্যবে প্রায় সব ধরণের খবরই বিশাল আলোচনায় আসে। নীচে কানাডার জাতীয় দৈনিক সিবিসির একটি নিউজ লিংক দেখুন:
Dutch anti-Islam speech in Ottawa angers Muslims
এর নীচে মন্তব্যের সংখ্যা ১১৩ টি। সংবাদের ধরণ ভেদে এইসব মন্তব্য নিমিষেই হাজার ছাড়িয়ে যেতে দেখেছি আমি!
একটু ভিন্ন আঙ্গিকে ব্লগিং হয় মূভি সাইট আইএমডিবিতে। দেখতে পারেন এখানে ।
চ. অনান্য নিউজ সাইটগুলোও দেখতে পারেন। বাংলাদেশের প্রথম অনলাইন নিউজ হিসাবে বিডিনিউজের এই বিষয়ে ব্যাপক সফলতা পাবার সুযোগ ছিল। কিন্তু নিউজের নীচে মন্ত্যবের বদলে সম্প্রতি চালু করা ব্লগ সাইট কখনও সেটা পূরণ করবে না। অনান্য পত্রিকাগুলো সম্প্রতি খবরের নীচে মন্তব্যের একটি অপশন চালু করেছে, কিন্তু এদিক থেকে ডিজিএফএর পত্রিকা নামে পরিচিত আমাদের সময় অনেক এগিয়ে। পড়তে পারেন এদের খবরের নীচে প্রকাশিত নানান মূখরোচক মন্তব্যগুলো । নিরাশ হবেন না আশা করি!
ছ. এই ধরণের সাইটে ব্লগিং এর মূল সীমাব্ধতা হলো সবই মন্তব্যের মাধ্যমে ব্লগিং। নিজের স্বকীয় পোষ্ট দেবার কোন সুযোগ নেই (যদি না নিজের সাইট না হয়)। সেদির থেকে আমরা বাংলাভাষীরা (কোলকাতার লোকজনও ব্লগিং এর এই ধারাটি আমাদের কাছ থেকে নকল করেছে) এগিয়ে আছি। বিনোদন বন্চিত, বেকার, হতাশাগ্রস্ত, মানসিক বিকারগ্রস্ত লোকদের অন্যতম টাইমপাস হয়ে গেছে এই ব্লগিং!!
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:১০