
ছোটবেলায় ভুতের গল্প শুনেনি কিংবা ভুতের গল্প শুনে ভয় পায়নি এমন লোকের সংখ্যা খুবই কম। শিশু কিশোরদের অন্যতম প্রিয় হলো ভুতের গল্প। ঠাকুরমার ঝুলি-র প্রায় সবগল্পইতো ভুত-প্রেত্নী সংক্রান্ত। ছোটবেলার গল্পের সেই ভুতগুলো থাকতো গ্রামের অন্ধকার রাস্তায়, শশ্মান, কবরস্থান কিংবা পরিত্যাক্ত বাড়ীতে। কিন্তু খোদ রাজধানীতেই যখন ভুতের দেখা পাওয়া যায় তখন একটু বিস্মিত হতে হয় বৈকি।
সবুজবাগের একটি পরিত্যক্ত বাড়ীতে এবং লালবাগের একটি গলিতে ভুতের দেখা পাওয়া যায় বলে জোর গুজব। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীও আছে ভুতের। রাতের বেলা নানা রকমের শব্দ শুনা কিংবা বিভিন্ন প্রাণী দেখেছে এরুপ লোকের সংখ্যা অনেক। সাধারন মানুষ ভয়ে রাতের বেলা ঐ বাড়ী এবং গলি এড়িয়ে চলে। এটা কোন গল্প গাথাঁ নয় খোদ রাজধানীতেই ভুতের ভয়ে রাত কাটে মানুষের।
সরেজমিনে তদন্তকরে বেরিয়ে আসে চমকপ্রদ তথ্য। এক শ্রেণীর মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী নিজেদের অপকর্মের সুবিধার্থে সাধারন মানুষের মধ্যে ভুতের ভয় ছড়িয়ে দিয়েছে বিভিন্ন উপায়ে। কখনো বিভিন্ন শব্দ তৈরী করে, কখনো কোন নারীকে লাল শাড়ী পড়িয়ে, কখনো কোন কোন কিশোরকে আলো আধারী রাস্তায় নামিয়ে দিয়ে সাধারন মানুষের মধ্যে আতন্ক ছড়িয়ে রাতের আধারে নির্বিঘ্নে সারছে তাদের অপকর্ম। সবুজবাগের পরিত্যাক্ত বাড়ীটি এবং লালবাগের স্টাফ কোয়ার্টারের গলিটি মাদকসেবী এবং ব্যবসায়ীদের আকড়ায় পরিণত হয়েছে।
অতএব, সাবধান! ভুতের নাম শুনলেই ভয় পাবেন না, খতিয়ে দেখেন ভুতের আড়ালে অদ্ভুত কোনকিছু লুকিয়ে আছে কিনা।
তথ্যসূত্র : ক্রাইম ওয়াচ, এনটিভি।
সর্বশেষ এডিট : ২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪১