Composition
Composition অর্থ রচনা বা বিন্যাস।প্রত্যেকটি জিনিসেরই একটি নিজস্ব সৌন্দর্য্য আছে।Composition এর ক্ষেেএ এই সৌন্দর্য্যবর্ধনের জন্য কতগুলো নিয়ম পালন করতে হয়।Framing Composition এর ক্ষেেএ এই নিয়মগুলো Golden Rules হিসেবে পরিচিত।এগুলো হলো:
1.Room
Room কে আবার চার ভাগে ভাগ করা হয়েছে।
A.Head Room
Close Up ছবি তোলার সময় Subject এর মাথার উপরে কিছু জায়গা ফাঁকা রাখতে হয়।এই ব্যাপারটিই Framing Composition এর ভাষায় Head Room বলে পরিচিত।
B.Chin Room
Big Close Up ছবি তোলার সময থুতনি বা Chin এর নীচে কিছুটা জাযগা ফাঁকা রাখতে হয়।Chin যাতে কাটা না পড়ে এটা সবসময় খেয়াল রাখতে হবে।দরকার পড়লে মাথার কিছু অংশ কাটা যেতে পারে।Composition এর ক্ষেেএ এই নিয়মটিই Chin Room.
C.Side Room
Close Up কিংবা Mid Close Up ছবি তোলার সময় Subject এর কাঁধ থেকে শুরু করে Frame এর দুপ্রান্তের দূরত্ব সমান রাখতে হবে।এটিই Framing Composition এর ক্ষেেএ Side Room বলে পরিচিত।এখানে উল্লেখ্য যে Subject Towards Camera হলেই এই নিয়মটি প্রযোজ্য।
D.Look Room
ছবি তোলার সময Subject যেদিকে তাকিয়ে থাকবে সেদিকে অন্যদিকের তুলনায় বেশি জায়গা ফাঁকা রাখতে হবে।এটিই Framing Composition এর ভাষায় Look Room.Subject যদি জড়বস্ত হয় তবে সেটি যেদিকে হেলে থাকবে সেদিকেই তার Look Room হিসেবে অন্যদিকের তুলনায় বেশি জায়গা ফাঁকা রাখতে হবে।
2.Rule of Third
ছবি তোলার সময় Frame কে Horizontally এবং Vertically সমান তিনভাগে ভাগ করা হয়।এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ছবির সবচেয়ে Important Part অর্থ্যাৎ Subject যেন কখনই frame এর মাঝখানে না পড়ে এবং Landscape এর ক্ষেেএ দিগন্তরেখা যেন কখনই মাঝ বরাবর না থাকে।Composition এর ক্ষেেএ এই নিয়মটিই Rule of Third নামে পরিচিত।
3.Balanc
ছবি তোলার ক্ষেেএ Balance এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।আমরা Balance বলতে সমপরিমান বা সমান মাপ বা ওজনকে বুঝে থাকি।যা সাধারনত বৈষয়িক ক্ষেেএ ব্যবহৃত হয়।কিন্তু শৈল্পিক ক্ষেেএ অসমতাই হলো প্রকৃত Balance.মূলকথা হলো - Uneven is the perfect balance for beauty.উদাহরনসরূপ,পাশাপাশি অবস্হিত একটি গাছ এবং একটি বাড়িকে Frame এ Compose করা হলো।এক্ষেেএ গাছ এবং বাড়ি দুটিই যদি একই উচ্চতার হয় তবে Composition তেমন দর্শনীয় হবে না।পক্ষান্তরে গাছ এবং বাড়িটি যদি একে অন্যের তুলনার উচ্চতার দিক দিয়ে অসম হয় তবেই Composition টি দর্শনীয় হবে।
4.Frame within Frame
Frame এর মধ্যে আরেকটি Frame তৈরি করে তার মধ্যে যদি Subject কে দেখানে যায় তবে Subject টি স্বাভাবিকের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।কারন ছবিটির দিকে তাকানোর সাথে ভিতরের ফ্রেমে অবস্হানকৃত Subject এর দিকে দর্শকের চোখ স্হির হয়ে যায়।ছবির ভিতরের এই ফ্রেমটি যে Landscape,Portrait কিংবা Circle হতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই।
5.Repetitions of Shapes or Forms
এইক ধরনের এবং আকৃতির কোন একদল কস্তু বা মানুষকে একসঙ্গে Frame এ Compose করলে একটি সুন্দর ছবি হতে পারে।যেমন,বৃষ্টির সময় টপ এ্যাংগেল থেকে একদল ছাতাওয়ালা মানুষকে যদি আমরা ক্যামেরায় ধারন করি তবে অসাধারন একটি Frame পেতে পারি।এটিই Composition এর ভাষায় Repetitions of Shapes or Forms.
6.Breaking the Monotony
একই বস্তুর একাধিক উপস্হিতি থাকা সস্তেও Frame এর কোন একটি অংশে যদি বৈচিএ থাকে তবে যে ব্যাপারটি ঘটে সেটিই হলো Breaking the Monotony.যেমন,টপ এ্যাংগেল থেকে তোলা ছবিতে একদল কালো ছাতাওয়ালা মানুষের মধ্যে যদি একটি সাদা ছাতাওয়ালা মানুষের উপস্হিতি থাকে তবে সেখানে Breaking the Monotony দেখা যাবে।
7.Guideline
আমরা যখন ছবি তুলি তখন এমন কিছু Line এর সৃষ্টি হতে পারে যা আমাদের দর্শককে Subject এর দিকে Guide করে।উদাহরণসরুপ,আমরা যখন রাস্তার মাঝে দূর থেকে আমাদের Subject হিসেবে একটি গাড়িকে Compose করি তখন একটি Line এর সৃষ্টি হয় যা আমাদের Subject এর দিকে ধাবিত করে।এটিই Composition এর ভাষায় Guideline বলে পরিচিত।এধরনের Line সোজা কিংবা আঁকাবাকা হতে পারে।
8.The Third Dimension
একটি ছবিতে Third Dimension বা তৃতীয় মাএা পেতে হলে তিনটি বৈশিষ্ট থাকা উচিৎ।যেমন :
A.Falling of Tones
আমরা যখন কোন Landscape এর ছবি তুলি তখন ছবিটি লক্ষ্য করলে দেখা যাবে যে একটি নির্দিষ্ট স্হান পর্যন্ত দৃষ্টিগোচর হয়।এরপরের স্হানগুলো ধীরে ধীরে দিগন্তরেখার সাথে বিলীন হতে থাকে।এটিই Falling of Tones.
B.Diminishing Size
ছবি তোলার সময় পরপর সাজানো সমান দূরত্বে অবস্হিত একই ধরনের দৈর্ঘ্য,প্রস্হ ও উচ্চতা সম্পন্ন বস্তর Perspective দৈর্ঘ্য,প্রস্হ ও উচ্চতা ধীরে ধীরে কমতে থাকে।এ ব্যাপারটিই Composition এর ভাষায় Diminishing Size.
C.Creating Grounds
Third Dimension বা তৃতীয় মাএাতে আমাদের ছবিতে তিনটি Ground পেতে পারি।যেমন :
1.Back Ground
2.Middle Ground
3.Fore Ground
চলবে.....................

সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫৬