আজ ফটোশপে কাজ করা ছবি দিয়ে জামাত শিবির যখন বিভ্রান্তির বেড়াজালে ফেলছে জাতিকে, ঠিক সেই মুহুত্তে বিবেকের তাড়নায় ৭১এর কিছু ছবি দিলাম। যেখানে নেই ফটোশপের ক্যারিশমা, ছবি গুলো দেখে চোখের জল আটকে রাখতে পারি নাই। ছবি গুলো দেখে যদি ৭১এর পরে জন্ম জামাত শিবির সমর্থকদের বিবেক বন্ধক না থাকে তবে তার বিবেক নাড়া দিতে বাধ্য।
উপরের ছবি গুলো কি বলে?
এই বাচ্চার কাছ থেকে শিখুন কিরে মায়ের জন্য লড়তে হয়।
জামাত শিবিরের কাছে কি কোন উত্তর আছে?
হে জামাত শিবির তোমাদের বিবেক কি বন্ধক রেখেছ?
আজ ৪২ বছর পরে এসে আমরা পারিনি একটি বারের জন্যও পারিনি তোমাদের প্রাপ্য সন্মানটুকু দিতে হে আমার শহীদ মা,বাবা,ভাই ,বোন। নত মস্তকে ক্ষমা চাই বোনদের কাছে আমরা পারিনি তোমাদের আব্রু লুন্ঠন কারী জানোয়ারদের শাস্তি দিতে। বরঞ্চ তাদের সাথে বিয়ে-শাদী আর ব্যবসা করেছি তৈরী করেছি তাদেরকে জন্য ফুলের ফাপড়ি বিছানো লাল গালিচা।
আমায় ক্ষমা কর হে আমার ধর্ষিতা মা,বোন আমায় ক্ষমা কর।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫