দু'দিনের বিরতিতে অনুশীলনতো দুরের কথা,একটু বিশ্রামও দেয়া হয়নি ক্রিকেটারদের।তাদের দিয়ে রবি ফোেনের অভিনয় করানো হয়েছে।এই অভিনয় করাতে ক্রিকেট বোর্ড চুক্তিতে বাধ্য নয়,তবুও কেনো...!?
গতকাল বাংলাদেশ দলের অনুশীলন ছিল দুপুরে। কিন্তু আগের দিন টি-টোয়েন্টি খেলে ক্রিকেটাররা বুধবার সকাল থেকেই আবার মাঠে। ম্যাচের পোশাক গায়ে চাপিয়ে প্যাড-গ্লাভস পরে ব্যাট-বল হাতে করতে হলো নানা কসরত। তবে ক্রিকেটের জন্য নয়। সবই অভিনয়! জাতীয় দলের স্পন্সর রবির বিজ্ঞাপনের শুটিং হলো মিরপুরের একাডেমি মাঠে।বুধবারই প্রথম নয়, গত ২ জুলাই ৪-৫ ঘণ্টা ধরে শের-ই-বাংলা স্টেডিয়ামের মূল মাঠেই রবির শ্যুটিংয়ে অংশ নিতে হয়েছিল ক্রিকেটারদের। সিরিজ চলার সময় দুই দফায় বিজ্ঞাপনের শুটিং আয়োজন যথেষ্টই বিরল ঘটনা।
এ বিষয়ে জানতে চাওয়া হলে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি জানালেন, স্পন্সরের সঙ্গে চুক্তির দায়বদ্ধতা থেকেই এটা করতে হয়েছে।
“স্পন্সরদের প্রতি আমাদের কিছু কমার্শিয়াল দায়বদ্ধতা আছে। এক বছরে ৫ থেকে ৬ ঘণ্টার কমিটমেন্ট আছে আমাদের। সেটাই পূরণ করছি আমরা।
ফালতু অজুহাত (বছরে ৫/৬ মানে সিরিজ শেষ হলেও দেয়া যেতো)