চোখের কোনে জল লেগেছে বন্ধ হল আলো ।
রদ্দুর টাকে ধরে দেখ কেমন যেন এলোমেলো;
রঙ ধনুটার ছবি দেখ চোখ মেলে থাক,
অদ্ভুত সব টান লেগেছে আধার কালো।
গত শতাব্দির দিকে তাকাও একটু তাকাও
নানা ভুল বলছি গত বছরের দিকে তাকাও
ওহো কি যে হলো আমার গত কালকে দেখ
কেমন যেন সুন্দর ঝলসে গেল বারুদ কার্তুজে
এবার তুমি আমার দিকে তাকাও
সুক্ষ কোনে সমান্তরালে সুস্পস্ট চোখে;
চোখের সমস্ত রঙ লেগে থাকে যেন
এক দৃস্টিতে আগের মত ঘোর লাগা বৃষ্টিতে
কি পেলে তুমি, কিছুই কি পেলে
কিরকম দেখতে, কালো ধাঁধাঁর মানুষ;
আচ্ছা আমার ভেতরেও তো চলছে লক্ষ প্রবাহ;
লাল রক্ত হিমগ্লোবিন কে দেখ ক্ষয়ে গেছে,
কালো কালো ছোপ ছোপ কুৎসিত কারুকাজ।
আহা একটু ভেতরের দিকে তাকাও,
বলেছিনা নরবেনা কেন যে তারা ঘুরাও,
এভাবে তো আর শতাব্দি দেখা হয় না
একটু ঘন কালো হয়ে বস রঙ লাগাও।
দেখতে পাচ্ছ কি হল আহা দেখতে পাচ্ছ কিনা
ছুয়ে দেখ এইতো দেখ হুম এইতো
তোমার আংগুল গুলো কি বলছে
গন্ধ ছোঁয়া যায.?আহা গন্ধ সুখের গন্ধ ..............
এবার জোরে একটু জোরে
লম্বাকারে ভেতরে পাঠিয়ে দাও হৃদপিন্ডতে;
ছুতে পেরেছ কি ? এই তো লেগেছে,
নেরে চেরে দেখ একটু ভালো করে;
তোমার কাছে ফ্লাশ ড্রাইভ আছে?
যুক্ত কর ইউ এস বি তে ,
মেইল ফিমেল এক করোনা,
কম্প্রেস করোনা এক দৃস্টিতে;
তোমার যন্ত্র কি বলছে?
কি দেখাচ্ছে তার চোখের পাতায়?
দাবাদাবি করোনা, নরাচরা না
একটু সাবধানে হৃদয়টা যে অনেক দামি...................
লালনের গানটা খুব শুনতে ইচ্ছে করছে......খাচার ভেতর অচীন পাখি কেমনে আসে যায়......................
পন্ডারসেন্ড , এন্ডফিল্ড
লন্ডন..................