একঝাঁক রুপালী মাছ উড়ছে
স্বচ্ছ দিঘীর আয়নার আকাশে।
কয়েকটা কালো রঙা চিলও
সাঁতার কাটছে সেই জলের পাঁজড়ে!
একটা মাছরাঙা পাখি,
জলের ভেতরের ডাঙায়, ঠাঁয় বসে আছে।
হঠাৎ পাখিটা,
জল থেকে আকাশে,
না কি আকাশ থেকে মাটিতে,
না কি মাটি থেকে জলে,
উড়ে গেল, না কি ডুব দিলো?
ঠিক বোঝা গেল না!
একটা রুপালী মাছ
ঠোঁটে করে ডুব দিল সে কি?
না কি আকাশের মাছটিই উড়িয়ে নিলো তারে
আরো দূরে, দূর আকাশের গভীরে?
ঠিক বোঝা গেল না!
যেমন বুঝি না আমি,
জেগে আছি কি না,
বেঁচে আছি কি না, এই পৃথিবীর বুকে?
হয়তো ঘুমিয়ে আছি, আছি এক সুখস্বপ্নের ঘোরে,
মরে গিয়ে জেগে উঠব হয়তো, অন্য এক পৃথিবী,
আসল পৃথিবীটার ঘরে!
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৫