চাচা চাচীর তরজা
০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঝগড়া যখন চরমে ওঠে
পাশের চাচা আর চাচীতে,
হামেশাই তারা লেগে আছে
দেখি ছুরি আর কাঁচিতে ।
চাচা বলে, তুমি সব রান্নাতে
কেন দাওগো বেশি নুন,
কেন দাও খুব বেশি ঝাল
খেলে জ্বলে যায় পিলে খুন।
লাগে কেন বলো খুবই তেতো
কেন লাগে খেতে বিচ্ছিরি,
দেখেছি যখনই রাঁধো গো তুমি
বেগুন করলার ঐ চচ্চড়ি।
নিম আর বেগুন মিশিয়ে ভাজা
মুখে রোচা দায় ও ছেঁচকি,
আমাকে খালি খাওয়ানো তেতো
এই তোমার মনে প্যাঁচ কি ?
যতবার রাঁধো দেখি বার বার
মোচা কি থোরের ঘন্ট,
কষা খেয়ে খেয়ে বসে যায়
ওগো মোর এ কোকিলকন্ঠ ।
মাংসের ঝোলে দেখি চোখমেলে
জলে ঢেলে করো জলাশয়,
গামছা পড়ে হয়গো নামতে
তবু মাংস পাওয়া যে দায়।
চাচী বলে ওগো সোনা, বোঝ না তো কিছু
মাথা নাইক তোমার মোটে,
কোথায় শুনেছো বলো করলা
খেতে লাগে বেশ মিঠে ?
নিম তো কখনো হয় না চিনি
খেয়ে দেখো কেমন তিতা,
হাড় মাস মোর এখনো খাচ্ছো
এখন জ্বালাও আমার চিতা ।
মাংসের ঝোল খাবে তুমি
কি করে জল না ঢেলে,
এমন আজব বুদ্ধি তুমি
বলো গো কোথায় পেলে ?
ভালো যদি না না লাগে খেতে
আমার করা ওই রান্না,
যাও দেখো কোন পেত্নি পাওতো
তাকেই ঘরেতে আনো না।
আমাকে এবার দাও গো বিদায়
আমার আর লাগে না ভালো,
হাড়ে লাগুক বাতাস আমার
এবার লাগুক চাঁদের আলো ।
চাচা বলে সোনামনি মোর
হেঃ হেঃ মিছেই তোমায় খ্যাপাই,
তুমি থাকলে আমার পাশে,
আমার থাকে না কোন হ্যাপাই।
মাঝে মাঝে রাগাই তোমায়
দেখি মেঘ জমে ও চাঁদ মুখে,
তুমি তো আমার নয়নের মণি
আছো গো আমার এই বুকে ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৩ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:২৮

দুই ভাইবোন। আপন দুই ভাইবোন।
ভাই-বোন দু'জন আলাদা হয়ে গেছে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। কথাবার্তা নেই। একজন যেন আরেকজনের শত্রু। বাপের সম্পত্তির কারণে আজ...
...বাকিটুকু পড়ুন
এই উষ্ণতায় ইচ্ছে করে ঘুরে বেড়াই নদীতে সমুদ্দুরে
বালুচরে হেঁটে বেড়াই,
ঢেউয়ে থাকি বসে, জল এসে ছুঁয়ে দিক আমায়,
হিম হাওয়া এসে ভাসিয়ে নিয়ে যাক সুখের সপ্ত আসমানে।
এই বৈশাখে ইচ্ছে করে পুকুরে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২২

আজ ২৩ এপ্রিল, বিশ্ব বই দিবস। অনেকেই একে বলেন ‘বিশ্ব গ্রন্থ ও গ্রন্থস্বত্ব দিবস’। ইউনেসকোর উদ্যোগে ১৯৯৫ সাল থেকে দিনটি পালিত হয়ে আসছে বই, লেখক এবং কপিরাইট রক্ষার বার্তা নিয়ে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শাহ আজিজ, ২৩ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:১৫
টাকা পাচারকারীদের ধরা খুব মুশকিল বলে উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেছেন, টাকা পাচারকারীদের যদি কোনোভাবে ধরতে পারেন, তাহলে ছাড় দেবেন না। আজ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অপলক , ২৩ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৩৪
বর্তমানে বাংলাদেশে একক পরিবার বেশি। আগের যুগে যৌথ পরিবারে শিশুরা বয়োজৈষ্ঠ্যদের কাছে অনেক কিছু শিখত, নিরাপত্তা পেত। এখন সে সুযোগ অনেকটাই কম। কিন্তু পরিস্থিতি এমন হয়েছে যে, ৫ বছরের শিশুও... ...বাকিটুকু পড়ুন