দেশে নামি-দামী কোম্পানি সিগারেট উতপাদন করে, বাজারজাত করে, এমনকি নানা কায়দায় বিজ্ঞাপনও প্রচার করে। উতপাদনের পাশাপাশি আমদানিও প্রচুর। সরকার উচ্চহারে ট্যাক্সও আদায় করে থাকে অথচ প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধ। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই ধুমপায়ীরা পাবলিক প্লেসে ধুমপান পরিহার করে চলছে কিন্তু যেভাবে যানবাহন, হোটেল-রেষ্ট্যুরেন্ট, অফিস-আদালত, পার্টি সেন্টারগুলো সম্পূর্ণরূপে নন-স্মোকিং জোন ঘোষিত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ধুমপায়ীদের ধুমপানের জায়গা কোথায়?!
কোথাও যদি ধুমপানের জায়গাই না থাকে তাহলে বরং সিগারেট জিনিষটাই নিষিদ্ধ করে দেয়া হউক! তা নাহলে সর্বত্রই ক্ষুদ্র পরিসরে স্মোকিং জোন থাকতে হবে। আইন মানার জন্যই আইনি কাঠামোতে ধুমপায়ীর জন্য স্পেস রাখতে হবে নইলে ফল হবে আইনের প্রতি অনীহা, আইন না মানার প্রবনতা ইত্যাদি।
আপনি পার্টিতে দাওয়াত দেবেন আর ধুমপানের জন্য কোন জায়গা রাখবেন না, এটা কেমন কথা? তাহলে বরং দাওয়াত পত্রে বলে দিন - ধুমপায়ীদের আসার দরকার নেই। মনে রাখতে হবে - আইনত প্রকাশ্যে বা পাবলিক প্লেসে ধুমপান নিষিদ্ধ, ধুমপান কিন্তু নিষিদ্ধ নয়!
I love non-smoker but hate anti-smoker!
ফেসবুক থেকে সংগৃহীত (কায়েস খান এর পোষ্ট)
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৭ সকাল ৮:২০