ওমর ইবনুল খাত্তাব রাদিআল্লাহু আনহুর
সামনে এক ব্যক্তিকে স্বাক্ষী হিসেবে উপস্থিত করা হল, তাই ওমর রাদিআল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন,
:“আমি তোমাকে চিনি না। সুতরাং তুমি এমন কাউকে নিয়ে আস যে তোমাকে চিনে।”
অতপঃর এক ব্যক্তি বললঃ “হে আমিরুল মূ’মিনীন! আমি তাকে চিনি।”
তিনি বললেনঃ “তার চরিত্র কেমন?”
সে বললঃ “সে একজন সালিহ।”
তিনি বললেনঃ “সে কি তোমার প্রতিবেশী; যে কারনে তুমি তার দিন-রাত, তার চলা-ফেরা জান?”
সে বললঃ “না।”
তিনি বললেনঃ “তুমি কি তার সাথে টাকা-পয়সার লেনদেন করেছ, যাতে তার তাক্বওয়া বুঝা যায়?”
সে বললঃ “না।”
তিনি বললেনঃ “সে কি তোমার সাথে কখনো সফর করেছে, যাতে তুমি তার উত্তম আখলাকের পরিচয় পেয়েছ?”
সে বললঃ “না।”
তিনি বললেনঃ “তাহলে তুমি তাকে চিনইনা।”
তারপর তিনি সেই ব্যক্তিকে বললেনঃ “তুমি এমন কাউকে নিয়ে আস যে তোমাকে চিনে।”
(আল বায়হাকি ও অন্যান্য সূত্র থেকে বর্ণিত এবং এটিকে উবনুস সাকান সহীহ বলেছেন, এবং মুহাম্মাদ নাসিরুদ্দীন আল-বানীও একমত পোষণ করেছেন। দেখুন: আল-ইরওয়া, নং:২৬৩৭)
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৫২