কিছুদিন পূর্বে আমি বাসা থেকে বিদ্যালয়ে যাবার পথে রেডিওতে খুৎবা শুনতে পেলাম। যার বিষয় হল ‘ফিতরাহ’। যাই হোক, বক্তা তার বক্তব্যে ১৮০০ খ্রিস্টাব্দে যখন ব্রিটিশরা সুদান দখল করে নেয়, তখন কার একটি গল্প বলছিলেনঃ
একজন বয়স্ক চাষী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ব্রিটিশ সৈন্যকে দেখলেন। তিনি জীবনে কখনো কোন অমুসলিম দেখেননি। তিনি তার সঙ্গীর দিকে ফিরলেন এবং বললেন, ‘এ কে?’
সাথীটি বললঃ ‘ব্রিটিশ সৈন্য।’
চাষী জিজ্ঞেস করলেন, ‘ব্রিটিশ!!! মানে কাফির?’
সাথীটি বললঃ ‘হ্যাঁ, সে খ্রিস্টান।’
চাষী জিজ্ঞেস করলেন, ‘খ্রিস্টান? মানে সে আল্লাহকে বিশ্বাস করে না?’
কেউ আল্লাহকে বিশ্বাস করে না, এই বিষয়টি তার মধ্যে এক ঘৃণার সৃষ্টি করল যে, তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না, তিনি ঝুঁকে পড়লেন এবং কাফিরটি যেখানে দাড়ানো ঠিক সেখানে বমি করে দিলেন!!!
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬