মার্চ মাস জুড়ে চলবে ''হৃদয়ে মুক্তিযুদ্ধ'' কলামটি । এখানে তুলে ধরার চেষ্টা করা হবে মুক্তিযুদ্ধ শুরুর প্রেক্ষাপট তুলে ধরার । মুলতঃ ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষনের পরই ঘটনা প্রবাহ ইতিহাসে স্হান পায় বেশী । তাই শুরুর দিকে দিন পুন্জি ঠিক করা কঠিন । তবুও চেষ্টা চলবে ইতিহাসকে তুলে ধরার ।
মার্চের এই দিনে তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এক বেতার ভাষনে ৩রা মার্চের গনপরিষদের সাধারন অধিবেশ স্হগিত ঘোষনা করলে পূর্ব বাংলার ছাত্র সমাজ প্রথম শ্লোগান তুলে," বীর বাঙ্গালী অস্র ধর, বাংলাদেশ স্বাধীন কর "। বিক্ষুব্ধ ছাত্রদের দাবীর মুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২ ও ৩ রা মার্চ ততকালীন পাকিস্তানে সর্বাত্বক হরতাল এবং ৭ই মার্চ রেসকোর্স ময়দানে জনসভার ঘোষনা দেন ।
পশ্চিম পাকিস্হানি শাষক-শোষক গোষ্টির নাগপাশ থেকে মুক্তির লক্ষ্যে দুইযুগের নিরবচ্ছিন্ন আন্দোলনের হাত ধরে এই মার্চেই ঘোষিত হয়েছিল বাঙ্গালী মুক্তি সনদের অমর কাব্য , ''এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম'' ।
এই মার্চ মাসেই পাক হানাদার বাহিনি বিশ্ব ইতিহাসের ঘৃণ্যতম গনহ্ত্যা শুরু করলে মূহুর্তেই গর্জে উঠে বাঙ্গালী , ঝাঁপিয়ে পড়ে সশস্র প্রতিরুধে ।
জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষনা করেন স্বধীনতা। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিশ্বর মানচিত্রে জন্ম নেয় নতুন স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ ।
আমার প্রিয় বাংলাদেশ ।
চলবে >>>>>>