সাঁতার কাটতে কাটতে আমার ঘুম চলে আসে।
ঢাল বেয়ে চিম্বুক পাহাড়ে উঠতে কিংবা লিফটের
সুইচ টিপে ইউরেকা টাওয়ারে উঠতে উঠতে
আমার চোখ বুঁজে আসে, আমি ঘুমিয়ে পড়ি।
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি।
স্বপ্নের মধ্যে আমি পা ফসকে পড়ে যাই
ঠিকানাহীন এক অভৌগোলিক সাগরে।
সার্ফিং বোর্ডের মতো কাচসবুজ অতলান্তিক ঢেউয়ে
ভাসতে ভাসতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একচিলতে বৈকালিক
রোদের চিৎকার শুনে আমি খুবই বিরক্ত হই।
কপালের ভাঁজে নিবন্ধিত বিরক্তি ও অনীহা নিয়ে
তার আতঙ্কিত মুখখানা দেখি।
আমি ঘুমের মধ্যেই নির্বিকার চিত্তে
আবার ঘুমিয়ে পড়ি।
কোনো কিছুতেই আমার জাগতে ইচ্ছে করে না।
(কাব্যগ্রন্থ: অয়নাংশ)
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০২২ রাত ১১:৩৬