তোমরা পৃথিবীকে ভাগ করেছ রাষ্ট্রে।
এরপর দুই রাষ্ট্রের মাঝে আমাকে
উদ্বাস্তু ঘোষণার জন্য রেখে দিয়েছ
নোম্যান্সল্যান্ড।
.
অথচ আমার জন্মকালে সৌরমণ্ডল
দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছিল,
এই পৃথিবী হবে অভিন্নভাবে
তোমার ও আমার;
অর্থাৎ আমিও তোমারই মতো
এ পৃথিবীর নাগরিক।
.
কিন্তু তোমরা, রাষ্ট্র ব্যবসায়ীরা,
কৃপা করে আমার নাম দিলে শরণার্থী।
ঈশ্বরের কসম, ভূমিষ্ঠ হওয়ার পূর্ব
পর্যন্ত আমি শরণার্থীর নির্মম মর্মার্থ
উপলব্ধি করিনি।
.
তোমরা যারা আমার অস্তিত্বকে
অস্বীকার করার জন্য ছলনা করে
আমার নাম রাখলে শরণার্থী
এবং আমার মাথার ওপর তুলে
ধরলে কাঁটাতারের প্রভেদ প্রাচীর;
আজ আমি আমার অবরুদ্ধ বিশ্ব
থেকে আমার সমস্ত সামর্থ দিয়ে
তোমাদের অনুকম্পায় সিক্ত করি।
.
আমি আমার সন্তানের বুবুক্ষ ঠোঁটের
কষ্ট-যন্ত্রণা উদ্ধৃত করে অকপট
বলতে চাই-আমি শরণার্থী নই,
আমার সন্তান শরণার্থী নয়।
আমরা মানুষ, আমরা কেবলই
মানুষ।
.
খোলাখুলি বললে, আমরা নিছক
তোমাদের রাষ্ট্রদূষণের শিকার।
তোমাদের মতো রাষ্ট্র ব্যবসায়ীর
জীবনঘাতি অ্যাসল্ট রাইফেল
কিংবা ঘৃণামাখা অলস বুলেট নয়,
উদীয়মান রবির মতো শিশিরভেজা
একটি সাদা কাঠগোলাপ
আমি খুব ভালোবাসি।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:০২