দিতে দিতে সুখ টান কয়লা ঠোট খান
তবুও মেটেনা নেশা আহারে,
আবার একটা জ্বেলে টোকা মেরে ছাই ফেলে
পক পক মারে টান সজোরে।
পেয়ে আগুনের ছোঁয়া উড়ে যায় সাদা ধোঁয়া
কেনো সেটা দামে কিবা সস্তায়,
সব শেষে সুখ টান কি সুখের সে দহন
বিষে ভরা সাদা ধোয়া উড়ে যায়।
খেলে হবে ক্যান্সার তাতে মাথাব্যথা কার?
যে বলে সেই মারে সুখ টান,
ফুসফুস ফুটো হয়ে অসহ্য জ্বালা সয়ে
ধূমপায়ীর আত্মবলিদান!
তামাকের গন্ধে উপশিরা রন্ধ্রে
নিকোটিন আর শুধু নিকোটিন,
মৃত্যুর ছোবলে শুন্যের কবলে
মরে আর মারে ওরা প্রতিদিন!
বলছে যে ডাক্তার টানবেনা বিড়ি আর
পকেটে রয়েছে তাঁর বেনসন,
অস্ত্রপাচারের আগে নিজেই তড়িৎ বেগে
টেনশানে মারে দুটো সুখ টান।
আহা এই সুখ টানে মনে প্রাণে মজা আনে
ভেতরটা জ্বলে পুড়ে ছারখার,
প্রতিজ্ঞা প্রতিদিন বাঁচবো বা কতদিন
কাল থেকে সুখ টান নয় আর।
দিতে দিতে সুখ টান কেশে কেশে যায় প্রাণ
এই বুঝি যায় যায় নিঃশ্বাস,
ক্লান্তি করতে দূর টান মারে ভরপুর
সুখ টানে বাড়ে নাকি বিশ্বাস।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩