somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

রোজ কবিতা রচি, কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি, মৃত্যুর কাছাকাছি!

আমার পরিসংখ্যান

নূর ইমাম শেখ বাবু
quote icon
রোজ কবিতা রচি কবিতার মাঝে বাঁচি, কিন্তু আমি বসত করি মৃত্যুর কাছাকাছি!
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ফেসবুক কলোনি

লিখেছেন নূর ইমাম শেখ বাবু, ২৭ শে মে, ২০১৯ সকাল ১১:০৫


রোজ রোজ রাত জেগে ফেসবুক করো না,
মধ্য বয়সের আগে বুড়ো ভাম হয়ো না।
টগবগে যুবকের পীঠ কেন কুজো হয়?
পনেরয় ডাক্তার চশমা লাগাতে কয়!

টেনশানে আয়ু শেষ আহহারে ফেসবুক,
দাদু নানুদের মত চোয়ালটা ভাঙা মুখ।
পেজে পেজে ঘোরাফেরা কেন আজ কি কারন?
এলো এলো এই বুঝি এলো নোটিফিকেশন!

হলো বুঝি ভাইব্রেট চেক করা বারেবার
ভয়ানক আসক্তি বলেছেন ডাক্তার।
কমোডেও... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৯২ বার পঠিত     like!

আবার দেখা হবে

লিখেছেন নূর ইমাম শেখ বাবু, ২২ শে মে, ২০১৯ বিকাল ৪:১৭


আবার কথা হবে, ফাগুনের উৎসবে
প্রাণের কলরবে, দেহের অনুভবে।
ঘন হবে নিঃশ্বাস, বেড়ে যাবে বিশ্বাস
তুমি দিও আশ্বাস, করে যাবো উল্লাস!

করো গো সমর্পণ, দাও গো বিসর্জন
প্রাণের আস্ফালন, তোমার আমার উত্তরন!
এতো নয় অন্যায়, তবে কেন সংশয়?
বেড়ে যাবে প্রত্যয়, কেন করো অনুনয়?

আবার এসো ফিরে, আরো কাছে ধীরেধীরে
মিশে যাও শীরেশীরে, মিলে যাও অন্তরে।
দৃঢ় করো বন্ধন, করে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১১৭ বার পঠিত     like!

মডার্ন লাইফ

লিখেছেন নূর ইমাম শেখ বাবু, ২১ শে মে, ২০১৯ রাত ১১:২৮


মামার সামনে মামী ডাকে
একলা পেলে ভাবী,
চারিদিকে কত কিছু
ঘটছে হাবিজাবি।

মামী কিন্তু কম যায়না
যখন একা হয়,
কুটুস করে ভাগ্নের ফোনে
মিস কল মেরে দেয়।

কি যে হল এই সমাজে
ভাবতে অবাক লাগে,
চামড়া ঝুলে গেছে তবু
আটা ময়দা মাখে।

বাহান্ন আটান্ন বয়স
হয়ে গেছে যার,
খালা বলে ডাকলে তাকে
মান থাকেনা আর।

বাধ্য হয়ে আপু কিংবা
ম্যাডাম ডাকতে হয়,
লোকজনে এটাকে নাকি
মডার্ন লাইফ কয়।
বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ১৬৩ বার পঠিত     like!

রিক্ত হস্তে সিক্ত নয়নে

লিখেছেন নূর ইমাম শেখ বাবু, ১৯ শে মে, ২০১৯ রাত ১০:২৫


রিক্ত হস্তে সিক্ত নয়নে, বিষণ্ণ প্রাণে মলিন বদনে,
উগ্রপন্থার নিষ্পেষণে, আত্মঘাতী আক্রমণে!
জঘন্যতম নৃশংসতা, মানবিকতার বিপন্নতা,
রক্তারক্তির আধিক্যতা, রক্ষাকারীর আদিখ্যেতা!

বর্বরতার শীর্ষে মানব, অন্তরালে হিংস্র দানব,
ধ্বংসলীলায় স্বয়ং সরব, উচ্চারণে মহামুভব!
অত্যাচারী এই পাষণ্ড, চিন্তামগ্ন ক্ষণিক দণ্ড,
অস্তিত্ব বিলীন পণ্ড, পূণ্যের নামে লণ্ডভণ্ড!

উম্মাদনার আকাঙ্ক্ষাতে, বিগ্রহে মত্ত সংঘাতে,
ধ্বংসযজ্ঞের এ শংকাতে, স্বতন্ত্র হয় রোজ প্রভাতে!
বিষণ্ণতার ক্রান্তিকালে, উগ্রবাদ উৎপত্তিস্থলে,
সংকীর্ণতার আস্তাবলে,... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৩৭৩ বার পঠিত     like!

এক ফোঁটা অশ্রু

লিখেছেন নূর ইমাম শেখ বাবু, ১৮ ই মে, ২০১৯ রাত ১০:৫৭


এক ফোঁটা জল দাও এ চোখে তুলেছি দুটি হাত,
কবুল করো মূর্খ অধম বান্দার মোনাজাত।
নির্বোধ আমি করে ফেলেছি পাহাড় সমান পাপ,
মহীয়ান তুমি শ্রেষ্ঠ প্রভু করে দাও মোরে মাফ।

আমার সীমার প্রাণে জাগাও পরকালের ভয়,
জানি আমার অশেষ গুনাহ ক্ষমার যোগ্য নয়।
খেয়ানত করেছি কতো অফুরান সে ঋণ,
সেই হিসাব চেওনা প্রভু রোজ হাসরের দিন।

আমার দিলে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১০৯ বার পঠিত     like!

মহাবিপদ আসন্ন

লিখেছেন নূর ইমাম শেখ বাবু, ১৫ ই মে, ২০১৯ রাত ১০:৫৪


মানবতা বিপন্ন, মহাবিপদ আসন্ন
দিনে দিনে নগন্য, হয়ে উঠছে বরেণ্য!
অত্যাচারীর অত্যাচার, সইবে মানুষ কত আর?
নির্যাতিতদের চিৎকার, নিত্য ভাঙে অঙ্গীকার!

নামেই শুধু প্রসিদ্ধ, বিজ্ঞাপনে বিশুদ্ধ
নরাধমের সান্নিধ্য, বিবেক নীতির বিরুদ্ধ!
পুঁজিবাদীর সমন্বয়, সাধারণের বিপর্যয়
সমাজ রাষ্ট্রের অবক্ষয়, রয়ে যাবে কি দুর্জয়?

কেউ তো মানেনা আজ্ঞা, নিত্য করে অবজ্ঞা
উচ্চারিত প্রতিজ্ঞা, অদৃশ্য নিষেধাজ্ঞা!
হাসি মুখের অলংকার, উত্তেজনায় অহংকার
ক্ষুদ্র বলে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৪৮ বার পঠিত     like!

এমন বন্ধু চাই

লিখেছেন নূর ইমাম শেখ বাবু, ০৯ ই মে, ২০১৯ রাত ১০:২২


আমার এমন বন্ধু চাই, যার মনে হিংসা নাই,
এমন আপন হবে, যেন মায়ের পেটের ভাই।
বুঝবে আমার প্রাণের ব্যথা, বলবে খুলে মনের কথা,
তার পরিচ্ছন্ন মনে, নেই মিথ্যা আদিখ্যেতা।

দেখলে অন্যায় অপরাধ, সে করবে প্রতিবাদ,
যাকে পেলে নিজের কাছে, দূর হবে অবসাদ।
যে মানুষ ভালোবাসে, দু হাত ভরে করে দান,
সৃষ্টিকর্তার প্রার্থনায়, কাঁদে সে মানুষটার প্রাণ।

করে বড়দের... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৫৯ বার পঠিত     like!

সর্বনাশা বাবা

লিখেছেন নূর ইমাম শেখ বাবু, ০৭ ই মে, ২০১৯ রাত ১১:১১


পায়ে হেঁটে ফিরত বাড়ি, হঠাৎ শুনি তিনটি গাড়ি
কদিন আগেও পাড়ার মোড়ের চায়ের দোকানদার,
কলার ধরে তিরিশ টাকা, আদায় করল চোখে দেখা
বল্ল আরো- যারে ব্যাটা, পাবি না বাকী আর।

ঘরে তিনটি ছেলে মেয়ে, দিন কেটে যায় খেয়ে না খেয়ে
বউটা করে বাসায় বাসায় বুয়াগিরির কাজ,
আঙ্গুল ফুলে কলা গাছ সে, বনানীতে বাড়ি আছে
যার তাঁর সাথে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৪৮ বার পঠিত     like!

আত্মঘাতী ইভটিজার

লিখেছেন নূর ইমাম শেখ বাবু, ০৫ ই মে, ২০১৯ দুপুর ১:০৬


লোকাল বাসের রডে ঝুলে,
মেলায় গেলো ঠেলে ঠুলে।
মাল এক খান তুল তুলে,
পাছাটা বেশ আছে ফুলে।

সাংঘাতিক ভীড় মেলায় এবার,
ব্যপক চেষ্টা সামনে যাবার।
মালের দিকেই নজর তাহাঁর,
ইচ্ছে সামনা সামনি দেখার।

বাতাসে তার উড়ছে চুল,
মালটা সদ্য ফোঁটা ফুল।
আজ বুঝি সে করবে ভূল,
দুই কানেতে ঝুলছে দুল।

মেলা লোকে লোকারণ্য,
মালের নেশায় সে তো বন্য।
শুধু একবার ছোবার জন্য,
চেষ্টা অশেষ হবে... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৬৪ বার পঠিত     like!

লাজ শরমের মাথা খেয়ে

লিখেছেন নূর ইমাম শেখ বাবু, ০২ রা মে, ২০১৯ রাত ৯:৪৮


লাজ শরমের মাথা খেয়ে বিকিনি পরে বীচে নেয়ে
হানিমুনের স্বপ্ন সত্যি করুক বাঙ্গালী বউ,
মুক্ত সবাই স্বাধীন সবাই লজ্জা ভীতির পরোয়া নাই
অন্ধ সে তো যার নদীতে বইছে প্রেমের ঢেউ!

পাশাপাশি পার্কে বসে প্রিয়জনের শরীর ঘেঁষে
ফাঁকে ফাঁকে ঠোঁটেতে ঠোঁট এদিক ওদিক চাওয়া,
সুযোগ খোঁজা শরীর ঘাঁমার নারী পরুষ সমঅধিকার
কবে হবে হিসেব নিকেশ কার কাছে কত... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ২৭২ বার পঠিত     like!

সুখ টান

লিখেছেন নূর ইমাম শেখ বাবু, ৩০ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩


দিতে দিতে সুখ টান কয়লা ঠোট খান
তবুও মেটেনা নেশা আহারে,
আবার একটা জ্বেলে টোকা মেরে ছাই ফেলে
পক পক মারে টান সজোরে।

পেয়ে আগুনের ছোঁয়া উড়ে যায় সাদা ধোঁয়া
কেনো সেটা দামে কিবা সস্তায়,
সব শেষে সুখ টান কি সুখের সে দহন
বিষে ভরা সাদা ধোয়া উড়ে যায়।

খেলে হবে ক্যান্সার তাতে মাথাব্যথা কার?
যে বলে সেই মারে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২৩৪ বার পঠিত     like!

এসেছে এমন দিন

লিখেছেন নূর ইমাম শেখ বাবু, ২৭ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০১


গায়ে ঢেলে কেরোসিন এসেছে জ্বালানো দিন
শুনি নারী শিশুদের চিৎকার,
অন্যের গুণ গাই চরিত্র ঠিক নাই
সমাজকে দিয়ে যাই ধিক্কার!

শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের সম্মানে
গুরুজনে কলঙ্ক লেপে দেয়,
মাদকের যাতনায় এমনও তো দেখা যায়
বাবার কাছেও নিরাপদ নয়!

প্রতিবন্ধী যদি হয় গর্ভবতী
কেউ নেয় না তাঁর দায় ভার,
সমাজের উচু তলা বলছে ফাটিয়ে গলা
এ কেমন ছোটলোকি কারবার?

এসেছে এমন দিন মরে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!

ফাটকি নামাজ

লিখেছেন নূর ইমাম শেখ বাবু, ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫


মসজিদে যাই মাঝে মধ্যে
নিজের ইচ্ছায় নয়,
শুক্রবারে শুয়ে থাকলে
আম্মু বকা দেয়।

ঘুম ভেঙে যায় ইমাম সাবের
খুৎবা হলে শেষ,
অল্প স্বল্প জুম্মার নামাজ
দুটি রাকাত বেশ।

সাতাশ রোজা সবাই যাচ্ছে
আমিও তাই যাই,
ওরে বাবা এক ওয়াক্ততেই
কোমর ব্যাথা ভাই।

ওই বেহেশতের চাবি নামাজ
পাওয়া সোজা নয়,
ধীরে সুস্থ্যে পাঁচটি অয়াক্ত
দৈনিক পড়তে হয়।

যদি কেহ আমার মত
হওগো ফাঁকিবাজ,
তাঁর উপরে আল্লাহ্‌ তায়ালা
সব... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৪৪ বার পঠিত     like!

অগ্নিদগ্ধ চিৎকার

লিখেছেন নূর ইমাম শেখ বাবু, ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৩


আকাশ বাতাস জুড়ে শুধু চিৎকার,
নিঠুর আগুনে সব পুড়ে ছারখার।
অগ্নিদগ্ধ হওয়া লাশ চেনা দায়,
কষ্টে আগুনেরই চোখ ভিজে যায়!

যে ঘটালো ভয়াবহ এই কান্ড,
নিজ কাজে অবিচল সে পাষণ্ড।
ছেলে হারা মা কেঁদে অশ্রু ফুরায়,
অনিয়ম বেড়ে চলে প্রতিকার নয়।

বিধাতার নামে ওরা করেছে শপথ,
ফুলে ফলে ভরবে নিজের জগত।
সারা দুনিয়া যাক পুড়ে মরে যাক,
ওদের ভুবন শুধু নিরাপদ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৪১৮ বার পঠিত     like!

অসামঞ্জস্যতা

লিখেছেন নূর ইমাম শেখ বাবু, ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩২


বস্ত্র পরিহিত থেকেও যেন উলঙ্গ,
উম্মাদ ওড়ার আশায় ডানা কাঁটা বিহঙ্গ।
সাজ-সজ্জা নয় এ যেন শরীর প্রদর্শন,
নিরাপদ আশ্রয়ে থেকে গজব নিমন্ত্রণ।

কর্ম গুণে ফল দিয়ে যায় এ জগৎ সংসার,
রাতারাতি দলিল বদলে ভঙ্গ অঙ্গীকার।
ভদ্রতা তো অর্থ বিত্তে হয়না বিনিময়,
ভবিষ্যতের কষ্টের কারণ আজকের অপচয়।

প্রীতি স্নেহ ভালোবাসা সবই বানিজ্যিক?
উন্নত শীর করলে নত রক্ষী যে দাম্ভিক।
পরিপূর্ণ হবে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৩৩ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৮০৫৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ