বিতর্কময় বিতর্কিত পোস্ট (স-গালাগাল) নিয়ে কারো কারো রুচিবোধ সামান্য পীড়িত, কেউবা প্রশ্ন তুলেছেন কেন শু ধু এরকম লেখাই স্থান পেয়েছে কেন সে নিয়ে ভাবিত ।
আমি মনে কে কী লিখবেন বা ছাপবেন তা একান্তই তাঁদের নিজস্ব অভিরুচির ব্যাপার, শুধু ব্লগের ছড়া নিয়ে বই বের হলেও কারো কিছু বলার নেই । কষ্ট করে, পকেটের কড়ি খরচ করে যাঁরা ছাপিয়েছেন তাঁরা সাধুবাদ পাবার দাবীদার ।
প্রকাশনা সম্পর্কে খুব সামান্য পরিমানে ধারনা আছে আমার তাতে এটুকু বলতে পারি যে বইয়ের কলেবর সব সময়েই বইয়ের দামের কথা বিবেচনা করে করতে হয় । বিশেষ করে আজকের দুর্মুল্যের বাজারে । আর নন ফিকশন সংকলনে সম্পাদনা, বিষয়বস্তুর অভিনিবেশের প্রতি (যদি সেরকম কিছূ থেকে থাকে) খেয়াল রেখে করতে হয় ।
তবু আমার প্রশ্ন, না পর্যবেক্ষণ হচ্ছে, যেসব লেখা বইতে অন্তর্ভুক্ত হয়নি কিন্তু হতে পারত; সেগুলো বইয়ের ফ্ল্যাপের মধ্যে একটা সিডিতে ভরে দিলে কেমন হতো? কাভারছাড়া সিডির দাম আমার মনে হয় এখনো অনেক কম, বইয়ের দামের এক ক্ষু্দ্র ভগ্নাংশ মাত্র । আর যাঁরা বইটা পড়বেন, অর্থাৎ সম্ভাব্য পাঠক, তাঁদের অনেকেই ধরে নেয়া যেতে পারে কম্পিউটর ব্যাবহারকারী । ইন্টারনেট সংযোগ না থাকলেও সিডিতে এইচটিএমএল ফরম্যাটে ব্লগের পাতাগুলো দেয়া থাকলে কিছুটা নেটের স্বাদ পেতেন তাঁরা ।
জাস্ট অ্যান আইডিয়া । অনেক দেরীতে বললাম যদিও আইডিয়াটা তবু আমার মন বলছে ব্লগিং নিয়ে বাংলা বই এই শেষ নয় । সামনে আরো বই ছাপা হবে ব্লগিং নিয়ে ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০