যে চোখে আকাশ নেই, ব্রহ্মাণ্ড ও নয়
তার কাছে পৃথিবীর গল্পগুলো নেহাত-ই সাধারণ।
যে চোখের তারায় আঁকা নেই মানবিক উষ্ণতা
চিত্রল হরিণীর মায়াবতী রং
তাকে তুমি পৃথিবীর গল্প শুনাও!
তাকে বরং শুনাও মাতৃগর্ভের দ্রিম দ্রিম কুচকাওয়াজ
পাহাড়ের পাতা উল্টিয়ে শুনাও পরাজয়ের গল্প
নক্ষত্রের আগুনে তাকে পোড়াও খানিক
তারপর সঁপে দাও পৃথিবীর নামে!
তাকে খানিকটা মানবিকতা শিখাও
কবোষ্ণ নরোম হৃদপিণ্ডের ধুকপুক
তার চোখর পাড়ে বুনে দাও অমরাবতী কটা
গহ্বরে নদী এক; টলোমলো।
তার আকাশে নক্ষত্র নয়, শূন্যতা দাও
তারপর দেখো___
তার চোখের ভিতরে আকাশ, বাহিরে আকাশ
ব্রহ্মাণ্ডের তামাম কোলাহল তার চোখের গহ্বর।