সবাই হয়ত ভুলে গেছেন পিলখানার কিছু হতভাগ্য আর্মি অফিসারদের কথা।যারা আজ হারিয়ে গেছেন কালের অতল গহব্বরে।
কিভাবে মাস্টারপ্ল্যান সাজিয়ে মেরে ফেলা হল স্বাধীনতার রক্ষক দের, ধংশ করে দেওয়া হলো দেশের সেনাবাহিনিকে ।আর এখন টাকা দিয়ে কিনে নেওয়া হচ্ছে বাকি থাকা জেনারেলদের। আরেকটি নেপাল,ভুটান বানানোর চেষ্টা।
আড়ালে হয়ে যাওয়া অনেককিছুর কোনো প্রমান নেই ,যেমন প্রমান নেই একটি দেশের মৃত্যুযন্ত্রণার কোনো আর্তনাদের।
বাঙ্গালী জাগো ,দেখ মাটি আজ কাদছে
পতাকা আঁকড়ে ধরে আছে শকুনেরা
সীমান্তে লুণ্ঠিত ফেলেনির জাতিসত্বা
তিতাসের বুকে হায়নাদের উন্মাততা
নব্য রাজাকারের হাতে ধর্ষিত বঙ্গমাতা
জাগো বাঙ্গালী জাগো
চোখ খোলো দেখ মৃত্যুযন্ত্রণায় তোমার ধারিত্রি।