প্রথম আলোর জনমত জরিপে প্রশ্ন করা হয়েছিল "" সরকারের পতন ঘটিয়ে রাষ্ট্রের ভার তরুণদের হাতে দেব—খালেদা জিয়ার এই বক্তব্যে আপনার আস্থা আছে কি""
জনমতের ৫৯% খালেদার কথার উপর আস্থা প্রকাশ করেছেন ! অবাক করা বিষয় ।সেই দুর্নীতিবাজ বি এন পি যার ভরাডুবি হয়েছিল গত নির্বাচনে।

এভাবে আর কত দিন । এদল ওদল করে আমরা পাচ বৎসর পর পর কি ফাইজলামি করছি। গত নির্বাচনে এসেছিল আওয়ামীলীগ তারা কদিনেই দেশ টাকে বানিয়েছে ভারতের দাশ ,অর্থনীতি কে করেছে বিপর্যস্ত ,দ্রব্যমুল্যের দাম আজ নিম্ন আয়ের বাইরে , সৃষ্টি হয়েছে আরেক জঙ্গি সংগঠন ছাত্রলীগের।
এবার চলুন দেখি ১৯৯১ এর পর থেকে আমরা কাকে ভোট দিয়েছিলাম -

১৯৯১ এ দু নেত্রির চরম আন্দোলনে এরশাদ সরকারের পতন । বিএনপির সরকার গঠন ।গনত্রন্ত্র নাকি প্রতিষ্ঠিত হয়েছিল তখন ।

১৯৯৬ তে ভালো প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামীলীগ সরকার গঠন করে । যেখানে জনমত তাদের ছিল ৩৭.৪ % আর বি এন পি ৩৩.৬%।

২০০১ এ আওয়ামীলীগ থেকে ১ পারসেন্ট বেসি জনমত ও ১৩১ টি সিট বেসি নিয়ে সরকার গঠন করে বি এন পি ।

২০০৮ এ বি এনপির দুর্নীতি ও জনমানুষের ভোগান্তি আবার ৪৯% জনমত নিয়ে আয়ামিলিগ কে সরকার গঠন করায় । যা আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি ।
২০১৩ নির্বাচনে কি হতে যাচ্ছে তা হয়ত সকলেই অনুমান করতে পাড়েন । কিন্তু এতে আমাদের কি হচ্ছে। পরিসংখ্যান বলে দেয় আমরা আস্থা রাখতে পা্রছি না কোনো বৃহৎ রাজনৈতিক দলের বা তাদের কাজের উপর ।
এই দেশে আমাদের বসবাস, প্রতিদিন খাচ্ছি দাচ্ছি , টাকা কামাচ্ছি । কিন্তু রাজনীতির ব্যাবসায়িদের আমরা কেন থামিয়ে দিতে পারছি না । ব্যাপারটা এমন কয়দিন গ্রামিনফোন আর কয়দিন ওয়ারিদ এর সিম ব্যাব হার করা । কিন্তু শালা দুইটাই গলাকাটা ।দেশের টাকা বাইরে নিয়া যাচ্ছে ।
দরকার এইবার টেলিটকের ,দেশের টাকা দেশেই রাখব । তোবে টেলিটকের ম্যানেজমেন্ট আর প্লানিং পরিবর্তন আর পরিবর্ধন অতিব জরুরি। জনগনের টেলিটক চাই । তাই আমাদেরি বানাতে হবে সংগঠিত হতে হবে নির্বাচন করতে হবে ম্যানেজমেন্ট কাজ করতে হবে করপোরেট স্টাইলে ।
বেচে থেকে দেখে যেতে পারব নাকি সন্ধেহ ! তোবে আমরা সবাই চাইলে এখনি সম্ভব ।