কারা জানি লাগায় বুঝে আসেনা, আসলে এরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নয় বরং ক্ষতি সম্পন্ন।
তিনি তার তাফসিরে সূরা নাসরে লিখেছেন আল্লাহর রাসূল তার জিবদ্দসায় নবুয়্যতের কার্জ সম্পন্ন করেন নাই।(নাউজুবিল্লাহ)
রাসূলুল্লাহ (স) বলেন ,
যখন তুমি দেখবে কেউ সাহাবীদের সম্পর্কে মন্দ বা অসৎ কিছু বলে তখন সেখানই তাদের বলে দাও তোমার উপর আল্লাহর লানত পড়ুক।
মিশকাত শরীফ।পৃষ্ঠা ৫৫২
জামাতের ইসলামবিরুধি কর্মকান্ডের জন্য অনলাইনে এটা দেখতে পারেন,
Click This Link
আর এরা শুধু সাহাবীদের সমালোচনা করে ক্ষান্ত নয়।
আরেকটা কথা বলে রাখি এরা কিন্তু জামাতে পিছলামে।খালি পিছলায়।
আরেকটা কথা বলে রাখি এরা ফাসিক ও।
দাড়ি রাখার ব্যাপারে ইমাম আবূ হানীফা সহ সকল ইমাম (মালেকি,হাম্বলি,শাফি)বলেছেন,
,একমুষ্ঠি দাড়ি রাখা ওয়াযিব।আর এরা কোথা হতে নিয়ে আসল এটা নাকি সুন্নতে মুয়াক্কাদাহ।
এটা নিয়ে আরেক সময় বিস্তারিত বলব।
আর সাইদীর ব্যাপারে একটুখানি বলি,আপনারা তার ১৯৯১ সাল থেকে ২০০০ সালের ওয়াজ শুনুন আর যখন ক্ষমতায় গেল
২০০১ থেকে ২০০৬ সালের ওয়াজ শুনুন।
যে পার্থক্য টা দেখবেন ওটাই হচ্ছে মুনাফিকদের আচরন।
তা আপনাদের উপর ছেড়ে দিলাম।
আরেকটা কথা মওদূদী তাফসির করার কি যোগ্যতা ছিল ??
প্রায় অশিক্ষিত এই লোকটি কিভাবে কোরানের তাফসীর করে??
আর জামাতিরা কিছু বলার থাকলে আস মন্তব্য লিখে যাও.
আমি কিছু খাইয়া আসতাছি এখন নেটের বাইরে থাকবো।