কলকাতার চোখ
আয়শা ঝর্না
কলকাতার চোখে চোখ রেখে দেখেছি
কি বিষন্ন! ক্ষয়ে যাওয়া, রংচটা এ শহর।
এর ভেতরই খুজেছি শঙ্খঘোষ অলোকরঞ্জনের
দিনগুলি রাতগুলি কিংবা রক্তাক্ত ঝরোখা!
অথবা জয় গোস্বামীকে দেখছি
হয়তো আনমনে হাটছে সে কলেজ ষ্ট্রীটের দিকে।
পুরনো এ শহর থেকে উঠে আসে আশ্চর্য সব পংক্তিমালা।
গড়ের মাঠ, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সন্মুখে দাড়িয়ে ভেবেছি
কি আশ্চর্য ক্ষমতাময়ী এ নারী ভিক্টোরিয়া!
গড়ের মাঠ পেরিয়ে গেলেই কি দেখা যাবে..
কোন আশ্চর্য ঝলমলে শহরকে যেখানে সন্ধ্যায়
জেগে ওঠে মাতিসের ছবিমালা অথবা সব জীবন্ত
কথাকাররা যারা কফি হাউসকে তাপ দিতে ছুটছে
কিংবা হাঁটছে অথবা এ ওর দিকে নীরবে ছুরিতে
ধার দিচ্ছে।