অনেকেই আমার বই ব্লগটাকে চেনেন,যারা চেনেন না তাদের জন্যই লিখছি। আমি নিজে বইয়ের পোঁকা,বই একখানা পেলে আমার খাওয়া দাওয়া লাগে না। মনে আছে,সমরেশের 'গর্ভধারিনী' উপন্যাসটা ১ রাতেই শেষ করে ফেলেছিলাম,কারেন্ট না থাকা সত্বেও।হ্যারিকেনের আলোয় টানা একরাত পড়া যে কি সমস্যার,যারা পড়েননি তারা বুঝতে পারবেন না। তো একসময় সীমিত হয়ে আসে বইপড়া,কারন অবশ্যই সময় এবং সুযোগ। সেই সময় ইন্টারনেট থেকে ডাউনলোড করা কিছু বই আমাকে দেন এক বড়ভাই,সেকান থেকেই মূর্চ্ছনার নাম জানতে পারি।পরে মূর্চ্ছনা থেকে আমি নিজে প্রায় ২ গিগাবাইটের মতো বই নামাই। কিন্তু একসময় আর নতুন বই বা পুরনো বই কিছুই মুর্চ্ছনায় পাই না,দীর্ঘদিন আপডেট হয় না সাইটটা।আমার সবসময়ই ইচ্ছা ছিল একটা স্ক্যানার দিয়ে নিজে বই স্ক্যান করব,কিন্তু আর্থিক চরম সমস্যার মধ্যে সেই সাধ পূরন করা দুঃসহ ছিল। অবশেষে একটা উপায় হল,একজনকে একটা সফটওয়্যার তৈরী করে দিয়ে আমি একটা স্ক্যানার পেলাম। তারপর শুরু হল আমার নিজের লাইব্রেরীর জন্য পথচলা।
বলতে দ্বিধা নেই,কাজটি যথেষ্টই কঠিন। গড়ে ১০০ পৃষ্ঠার একটি বইয়ের জন্য সময় ব্যয় হয় প্রায় দেড় ঘন্টা।তারপরও আমি পাচমাসেই সাইটের বইসংখ্যাকে ২০০+ করেছি।অনেক ডেডিকেটেড পাঠকও পেলাম,যাদের উৎসাহে আমার হতাশা দুর হয়। চেষ্টা করি প্রতিদিনই বই দেওয়ার।
আপনাদের মধ্যে যারা এই সাইটটাকে জানেন না,তাদের একবার হলেও ঘুরে আসতে অনুরোধ জানাচ্ছি,যদি বইয়ের প্রতি ভালবাসা থাকে।
http://www.boiRboi.blogspot.com