দোয়েলের শীষ
কানে যেনো বিষ
ঢেলে দ্যায়। দীর্ঘ রাত
কেটে গেলো নির্ঘুম। এখনি প্রতিভাত
হবে প্রভাকর প্রভোজ্জল বিকশিত দিন।
কাটবে কি হৃদয়ের ক্ষীণ
কুয়াশাবৃত তমাচ্ছন্ন নিশি!
জানি, শুধু ভালোবাসি;
তবুও কি তার
ন্যূনতম অধিকার
পেয়েছি আমি?
এতো মোর পাগলামি
নয়, নয় মিছে প্রবঞ্চনা
কেনো তবু এতোটা অচেনা
লাগে নিজেরে নিজকে!
এতো সত্য নয়
তবুও কী কঠিন সত্যের চেয়েও অক্ষয়!
কেটে যায় নিদিহীন রাতি
দুঃসহ লাগে কানে মধুর আরতি।
এক ফোঁটা রক্ত পেতে মশাদের নিদারুণ জেগে থাকা
ঘুমাবার ব্যাকুল প্রতিক্ষা আমার নয়ানে।
ভাবনার আঁকাবাঁকা নদী বেয়ে
তিক্ত স্মৃতির নোনাজলে
ঘুমহীন আঁখি সাঁতরে চলে
ঠিকানাবিহীন দূরে
কোন্ সীমান্তপারে
জানেনা সে যাত্রা তাহার
কোন্ দূর পারাবার-
থেকে কোন্ অকূল-পাথার!
সুদূরে, ওই দূরাকাশে,
লক্ষ-কোটি তারা হাসে
বিষসম লাগে দৃকে সব।
চৌদিকে কী ভীষণ নীরব!
তবুও মাথার ভেতর
অনন্ত-কোলাহল নিরন্তর
তরঙ্গভঙ্গে-উদ্বেল সিন্ধু-হিন্দোল
জাগে সুনামির ঢেউয়ের মতোন!
যারে একান্ত আপন করে পেয়েছিনু,
ক্রোশ থেকে ক্রোশ দূরে, ঘুম কেড়ে,
আমা-ছেড়ে, সে-ই চলে গেছে।