ভুলে যাওয়া মুখগুলো
কোনোকালে ছিলোনা সাগর আর রুনি
কোনোকালে ছিলোইনা দুজনের খুনি
বিস্মৃত সব, ঘর-দোর-তালা
স্বজনের আর্তি, হৃদয়ের জ্বালা।
বয়ে যায় দিন রাত, কাটে বৎসর
বাকি থাকে আল্টিমেটাম,
আটচল্লিশ ঘণ্টার প্রহর।
তনু নামে ধরাতলে কেউতো ছিলোনা
যা কিছু ঘটে গেছে, সবই ছলনা।
তবে বল কী করে হবে সে হনন
মিছে কিছু ইসু নিয়ে ঘাটে জনগণ।
বস্তাবন্দি সাত খুন ভাসেনি নদীজলে
তকী নামে কেউ ছিলো এ... বাকিটুকু পড়ুন