ফুটলো যে ফুল পথের ধারে নাম না জানি তার,
পায় কি শোভা কণ্ঠে কারো এমন ফুলহার!
আমায় ডেকে বললো তারা একটু ফিরে চাও,
পদতলে দলিয়ে মোদের কেমন করে যাও?
তাই হেরিতে অপরূপের মিললো এমন সাজ,
একটু ছোঁয়ায় ঘুচে গেল ফুলকলিদের লাজ।
ফিসফিসিয়ে বললো যেন ওহে উদাস কবি,
নাও না এঁকে মনের কোনে এই অপরূপ ছবি।
মুঠো ফোনে দৃশ্য ধারণ স্পর্শে করি সারা,
এইটুকুতেই বনফুলে হয়েছে আত্মহারা।
বিনয় মেখে তৃপ্তি সুখে বললো ফুলদল,
ধন্য হলাম পেয়ে কবির কোমল বাহুতল ।
কবিঃ রুদ্র আতিক, সিরাজগনঞ্জ
১১ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
২৫ মার্চ ২০২৪ খ্রিষ্টাব্দ।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০২৪ দুপুর ২:৪৪