কথা কাব্য
কত কথা গত হলো
কত হলো না বলা,
কিছু বলি অকপট
কিছু তার থাক তোলা।
সুখ পথ চেয়ে চেয়ে
ভুলে থাকি বেদনা,
অচেতন চিতে জাগাই
নবতর চেতনা।
যাতনা বিলাস ভ্রমি
দুঃখ করি আপন,
সুখ তাই মোরে ফেলি
একাকী করে যাপন।
বন্ধুর পথ সম
জীবনের পথ চলা,
বলিতে সেই সব
কণ্ঠ করে জ্বালা।
মালা তবু গেঁথে যাই
প্রেম প্রীতি দিয়া,
যেজন গিয়েছে যাক
আপনার স্বার্থ নিয়া।
অভাবের খরতাপে
পুড়ে... বাকিটুকু পড়ুন