‘’কি কথা কয় কলির কানে, বাতাস এসে গানে গানে?
ফুল হয়ে তাই ফুটতে তারা হয়েছে আজ পাগলপারা!
তন্দ্রা ঢাকি আঁখি কোনে, ফুটলোরে ফুল বনে মনে,
বেভুল পথিক পথহারা গন্ধে যে প্রাণ আত্মহারা ।
ফুল বাগিচায় ভ্রমর এসে বসলো ফুলে হেসে নেচে,
মধু লোভে ঘর ছাড়া আজ তাই হয়েছে ছন্নছাড়া ।
মৌ লুটে হায় ভ্রমর ছুটে ফুল গুলো সব যায়রে টুটে,
কোন সে প্রেমে দল হারা ফুল বিরহী আর সর্বহারা ।
ব্যাথা জাগে কি কারনে ফাগুন হাওয়ার অবসানে!
ভেবে কবি তন্দ্রাহারা কাব্য চোখে দেয় পাহারা ।
ফুলকলি কি উঠবে হেসে অন্য হাওয়ার সুখ আবেশে?
জানে না তা সাঁঝের তারা কেন রিক্ত শাখা দুঃখহারা!
মনের ময়ূর পেখম মেলে উঠবে পুনঃ হেসে খেলে,
রিক্ত শাখা অর্থহারা তবু আশার কবি বাঁধনহারা!
হিজল তমাল অশোক পলাশ আরও কত বাগান বিলাস
ভাঙবে পুনঃ তন্দ্রা রিক্ত শাখায় কিশলয়ের বাজবে নব মন্দ্রা ।‘’
কবিঃ রুদ্র আতিক, সিরাজগঞ্জ
১২ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ ।
ছবি কৃতজ্ঞতাঃ http://www.pxfuel.com
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২৩ রাত ১১:১৪