হে পুত্র অভিমন্যু! হে পুত্র রাজন!
আমি তোমার নিষ্ঠুর হত্যার বিচার চাই !
অসহায় তোমার এ পিতা
তোমায় শুধুমাত্র দ্রোণচক্রব্যুহে প্রবেশ শিখিয়েছিলাম
বের হওয়ার কোন প্রণালী শেখাইনি !
আমার প্রিয় বালক তুমি!
কৃপ, কর্ণ, দ্রোণের বাণে
কাতর হয়ে বারে বারে চিৎকার করে বলেছ,
আমি মরি যাইবাম, আমারে কেউ বাঁচাওরে বা !
হায় কেউ আসেনি !
হায় কেউ আসেনি !
দুঃশাসনের পুত্র তোমায় হত্যা করল
আর সবাই সেটা তাকিয়ে তাকিয়ে দেখল !
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩২