

শেষ কয়েকটি ম্যাচে ব্রাজিল- আর্জেন্টিনা
ব্রাজিলের সমর্থক আমি। কিন্তু বিশ্বকাপের পরে আর ব্রাজিলের সাপোর্ট করুম না বইলা কানে ধরছিলাম। কিন্তু মন মানে না ! খেলা না দেখতে পারলেও খোঁজখবর রাখতে ভুল করি না। তার উপরে ব্রাজিল জিতছে, তাও আবার আর্জেন্টিনার সাথে। খুশিতে লাফাইতে মন চাইতাছে


প্রথমার্ধে কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধে ব্রাজিল দুটি গোল দেয়। খেলার ৫৩ মিনিটে লুকাস এবং ৭৫ মিনিটে নেইমার এই গোল দুটি দেন।
Leandro Desabato (আর্জেন্টিনা) ৭০ মিনিটে ও Danilo da Silva ৮৪ মিনিটে হলুদ কার্ড পান।

লুকাসের গোল

গোল করার পরে নেইমার

আরেক সাম্বা স্টার রোনালদিনহো
জয়তু ব্রাজিল.......