গতকাল রাতের বেলা, হোটেলে বসে একহাতে খিচুড়ি খাচ্ছি আর আরেক হাতে মোবাইল গুতাচ্ছি। এক পেইজ রিফ্রেশ দেয়ার পর দেখি নতুন একটা মেসেজ। মেসেজটা খুলে পড়েই ছোটখাট একটা হেঁচকি খাইলাম।
এক মেয়ে পাঠাইসে, "ওই ছেলে...আমিও অনেক সুন্দরি...সো বলতে পারি...I love u!"
0.facebook.com চালাচ্ছিলাম। তড়িৎ গতিতে নরমাল ফেসবুকে ঢুকে দেখলাম, না,মেয়ে সুন্দরী আছে মাশাল্লাহ একাধিক ছবি দেখে ফেইকও মনে হলো না। বলাই বাহুল্য,উনি আমার ফ্রেন্ডলিস্টে নাই
বাট তখনো এপ্রিল ফুল শেষ হয়নাই। তাই আমি ধরে নিলাম, আমার অতি ধুরন্দর কোনো ফ্রেন্ডের কাজ। তাই সিদ্ধান্ত নিলাম, আমিও মজা নিমু
আমিও রিপ্লাই দিলাম, "আই লাভ ইউ ঠূ "
-"চলো বিয়ে করি "
- গেট রেডি। মি কামিং। গিভ ইউর এড্রেস "
- আগে প্রুভ দাও যে বিয়ে করবাই
- আংটি পাঠাচ্ছি। ফেয়ার এনাফ?"
- নাহ, যা করতে বলবো তাই করতে হবে"
- ও।বলুন কি করিতে হইবে।
- এখুনি করবেন?
- কি করমু? বিয়া?
- না, তার আগে ইট্টু কাজ...
- কিতা?
- আগে বলো, তোমার গার্লফ্রেন্ড আছে?
- তা নাই, বাট হাউ ক্যান ইউ বিলিভ মি?
- ইট্টু ট্রাস্ট করলাম। এখন শুনো, তিনটা কাজ করতে হবে।
- লোল।ওকে
- প্রথমে আমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাও।
- (সিরিয়াসলি?) ওকা
- (পাঠাইলাম। মজাই লাগতেসে) গুড, নাউ সেকেন্ড কাজ...
সত্যি কথা বলতে কি, আমি ধরেই রাখসিলাম, বলবে, "আমার প্রোফাইল পিকচারে লাইক দাও" উনি আবার "Pгіисє and Ргіисєs Оғ 'ғасєьоок'' এর সদস্য কিনা
যাই হোক, আপাতত আমার অনুমান মিথ্যা করে দিয়ে সেকেন্ড কাজ হিসেবে তারে নিয়া এক্কান স্ট্যাঠাস পয়দা করিতে বলিলেন
এখন, এই স্ট্যাটাস লিখতে লিখতে ভাবতেসি, আরেক টা উইশ উনার এখনও বাকি আছে। প্রোফাইল পিকচারে লাইক এখনো চাইতেই পারে
ওহ ফেসবুক! তুমি এত্তগুলা বিনুদুন!