সেই কোন ছোট্টবেলায় মানঅভিমান শেষে
বন্ধুকে লিখেছিলাম কয়েকটা আবেগীয় লাইন
অনেক বছর পরে ভুলে যাওয়া সেই চিঠিটার কথা
মনে করিয়ে দেয় সেই পুরনো সময়ের ছেলেমিপনা
এরপর আস্তে আস্তে আবেগ কে বন্দী করি রুলটানা খাতায়
দামী কোন ডায়রীর অসহায় দুতিনটা পাতায়, নয়তো
মস্তিস্কের কোন এক ধূসর স্মৃতির জরাজীর্ণ আস্তাবলে।
কালো কালির অক্ষরগুলো সাদা কাগজে লেপটে রঙ হারায়
কাগজ গুলো বিবর্ন হতে হতে লালচে কিংবা ফ্যাকাসে হয়
সুনিপুন অভিনয়ে খাতাটার কথা ভুলে যাওয়ার অবিরাম চেষ্টা
দমকা হাওয়ায় লেখাগুলো চোখের সামনে যেন এক আততায়ী।
ছবি কৃতজ্ঞতা