ফটো এক্সিবিশনের জন্য দেশে বেঙ্গল গ্যালারী,শিল্পকলা একাডেমীর মত অনেক স্থান আছে এমনকি চারুকলার পাশে ছবির হাটের মত অনেক ফটো এক্সিবিশনের বিকল্প ব্যবস্থাও গড়ে উঠেছে । হঠাৎ মাথায় আসলো ব্লগে ছবি প্রদর্শনীর একটা আয়োজন করলে কেমন হয় ! ব্লগেও তো অনেক নিয়মিত ফটোগ্রাফার আছেন ।
তাই আমার অনুর্বর মস্তিষ্কপ্রসূত একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে সাহায্য চাই । আগামী ১২ ফেব্রুয়ারী ২০১১ রাত ১২টায় প্রথম ব্লগীয় ফটো এক্সিবিশন আয়োজন করতে যাচ্ছি । একটু সময় নিলাম কারণ অনেক ব্লগারই হয়ত প্রতিদিন ব্লগে বসার সময় করে উঠতে পারেন না ।
১২ তারিখ রাত ১২টায় আমি নতুন একটি ছবিব্লগ পোস্টের অবতারণা করতে যাচ্ছি ইনশাল্লাহ । ওই পোস্টে আপনাদের পাঠানো ছবিগুলো থাকবে । সঙ্কোচ করবেন না । মোবাইলেই হোক নাকি পয়েন্ট এন্ড শুট ডিজিটাল ক্যামেরায়,নাকি ডিএসএলআর এই হোক ছবি পাঠাতে দ্বিধা করবেন না । আপনার তোলা প্রিয় মাত্র দুটি ছবি চাচ্ছি ।
সুতরাং ব্লগের সকল ছবিতোলক আপনাদের ব্লগে প্রকাশিত কিংবা অপ্রকাশিত ছবির লিংক এই পোস্টে দিয়ে যান । ছবিগুলো ফ্লিকারে,পিকাসায় ফুল রেজোলুশনে আপলোড করে ছবির লিংক দিলে সবচেয়ে ভাল হয় । প্রাথমিকভাবে কয়েকটি নিয়ম চালু করছি ।
১. একজন ব্লগার সর্বোচ্চ দুইটি ছবি দিতে পারবেন ।
২.ছবিটি অবশ্যই নিজের হতে হবে (অন্য কারো তোলা কিংবা ইন্টারনেট থেকে সংগ্রহ করা ছবি গ্রহণযোগ্য হবে না তবে অন্য কারো ক্যামেরায় নিজের তোলা ছবি গ্রহণযোগ্য)
৩.ছবির একটি শিরোনাম থাকতে হবে ।
৪.কোন ক্যামেরায় তোলা তার উল্লেখ থাকতে হবে ।
এই বিষয়ে কোন জিজ্ঞাসা কিংবা কোন সুচিন্তিত মতামত থাকলে জানাতে দ্বিধা করবেন না ।