বাসায় সোলার প্যানেল বসাতে চাই। দুইটা টেবিল ফ্যান আর দুইটা বাল্ব চালাবো। আমি চাই বেশিক্ষন যাতে চলে। এখন প্রশ্ন হলো
১। প্যানেল নাকি অনেক প্রকার ( মনো , পলি, নীল কালো )এবং অনেক কোম্পানীর। কোনটা ভালো হবে? কত ওয়াটের সোলার প্যানেল লাগাবো ? কেমন দাম আসবে?
২। ব্যাটারী কোনটা ভালো হবে? কত ওয়াটের এবং কোন ব্রান্ডের? ( যেমন টল টিউবলার বা টিউবলার) কেমন দাম আসবে?
৩। সাথে অন্যকোন মেশিন লাগবে? আইপিএস মেশিনের মতো বা কোন চার্যার? কেমন দাম?
৪। কোনভাবে আইপিএস এবং সোলার হাইব্রিড করা যায় না?
৫। আইপিএস কেনা ভালো হবে নাকি সোলার যেহেতু আমি সব কিছু চালাবো না, যাস্ট একজন পেশেন্ট যাতে বিদ্যুৎ না থাক্লেও কষ্ট না পায় তাই কোনটা ভালো হয় ?
আমি সোলার নিয়ে বেশি জানি না । বিভিন্ন গ্রুপে পোষ্ট দেখে যা আইডিয়া পেয়েছি সে অনুযায়ি বললাম।
টোটাল খরচ কেমন হবে এবং এতে মোবাইল চার্য ও ল্যাপটপ চালানো যাবে কিনা সেটাও জানতে চাই। আইপিএস ভালো হবে নাকি সোলার ভালো হবে? আমার সোলারে আগ্রহ বেশী।
সবাইকে অগ্রীম ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০১