প্রকাশ:
কবিতা সংকলন:
‘জীবনের জলছবি’
মার্চ: 2004
========
বৃষ্টির কাছে বৃষ্টি নেই
নভোযানে নেই চাঁদ
ঘন্টার নেই ছুটি
জলের বুকে ডুবে বরফ
মেরু অঞ্চলে একটুও শীত নেই
বাংলায় নেই একটি গাঙচিলও আর
কালো চোখে নেই
কোনো কৃষ্ণকলি
পৃথিবীতে আর অল্পই
অক্সিজেন আছে
সাত সাগর আর তেরো নদী জুড়ে
ছড়িয়ে রয়েছে
কবরের পর কবর।
===========
রচনা:
ডিসেম্বর: 1992
শাহবাগ,
ঢাকা।
নোট: সত্যিই পৃথিবীতে আর অল্প অক্সিজেন আছে।
ধেয়ে আসছে মহাপ্রলয়ও।
নুহের মহাপ্লাবন সত্য, দেব-দেবীর কথাও সত্য।
মেসোপটেমিয়ার ধ্বংস সত্য, গ্রীক পুরানের বাণী সত্য, বাইবেলের লেখাও সত্য, কোরআনের আয়াত সত্য, বিজ্ঞানের বার্তাও সত্য, মায়া সভ্যতার বিনাশ সত্য। মিথ্যে শুধু বেঁচে থাকা। সত্য শুধু শুধুই সত্য। আর সত্য মৃত্যু মৃত্যু।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৪৭