গাঢ় কালো আর ফিকে সবুজ পল্লব,
এর মাঝে নদী সুন্দরী তার ঝকঝকে
রুপোলী বুক অনাবৃত করে আছে
যেন কার প্রত্যাশায় নাকি কোন
পত্র পল্লবের চুম্বনের আশায়?
মদিরার পেয়ালায় চুমুক দিয়ে
ছুড়ে মারে কোন রূপসীর
স্বর্ন আভরন দুকূলের পানে
আলগোছে, দেখে মনে হয়
ঢেউ এসেছিল শুভ্র ফেনিল মুকুটে।
পাশে সবুজ মাঠে শস্যের স্বর্নালী ছোয়া
বিচালীর গাদায় ধুসর ছাপ রেখে
যায় কোন শিল্পীর হাত।
প্রদোষের আঁধারে মাতাল হাওয়া,
ভেসে আসে মখমলি ঘাসের বুক ছুয়ে।
গরবিনী স্রোতস্বীনি ভেসে চলে
মুগ্ধতার দ্যুতি আর মুখর কলতানে।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৪