নেমে আসছে সন্ধ্যে
ভিক্ষুক রাজ মুলতবী দিয়েছে ঘোষনা
পথের সোডিয়াম লাইট গুলো রোজকার অভ্যেস মতো মেলে দিয়েছে আলোর ছটা,
কারো ঠাকুর ঘরের উলুধ্বনি ছাপিয়ে আযানের সুর ভেসে যাচ্ছে নগরী দেয়ালে
আমি ফিরছি না-
অভ্যেস আজ ছেড়ে দিয়েছে নিজের হাতে,
হাত পেতে আছি ভিক্ষুকের মতো, মেঘজলে ভিজে যাবার জন্য।
মেঘেদের কোন দেনা-পাওনার কোন হিসেব নেই,
আফসোস এই যা, মেঘেদের মতো জ্বলে উঠতে না পারা
অকোজো নই তবুও থমকে যাবার জন্য পায়ের পাতায় সংসারি শিকল
আঁচলে খেলা করছে এক দঙ্গল সরীসৃপ
বলছে, জল দাও, জল দাও,
বলছে, যামিনী তোর দামিনী হতে আর কতো বাকী?
পায়ের পাতায় সংসারি শিকল তবুও-
আসমানী স্রোতে ডুবে যাবার বাসনা প্রবল
আমি হাত পেতে আছি…