সুপ্তোত্থিত দীর্ঘশ্বাসে, মন হারালে কি যায় আসে!
বন্দী মনে খেয়া ভাসে, নিভৃতে যে যায় অবকাশে
তপ্ত মরু সুপ্ত বুকে , হাঁটছি যে তাই ধুঁকে ধুঁকে
অজানা কোন সে দুখে, আমার পথ যে দিচ্ছে রুখে!
ছুঁটছি যখন জেনে, কি হবে আর লাগাম টেনে!
অগত্যা নিয়েছি মেনে, মন-মোহিনী বিষাদ কেনে।
স্বতঃস্ফূর্ত ক্লেশ দিলে, নিগূঢ়তায় সবাই মিলে
এক আকাশের নীলে, হচ্ছি আজ গাঢ় তিলে তিলে
সবকিছু নামিদামি, তবুও যে মন অস্তগামী
হে আমার অন্তর্যামী, কোন দরিয়া! ডুবছি আমি!
হে রুদ্র! মশাল জ্বালো ; দুরিভূত যে হবেই কালো
এই বুঝি এলো আলো! অবসানের রাত পোহালো।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২২ রাত ১০:৪৬