চলো হে ! চলন্তিকা হৃদ মম!
ইচ্ছেটা যে আজ জ্যামিতিক সর্বসম।
কি যে তুচ্ছ! কি যে রসাল!
আমি সব ডিঙ্গাতেই ধরেছি হাল।
চলো, ঐ সার্বজনীনতায়
যেথায় স্বপ্নযাত্রা নির্ঝর গায়
এ কোলাহল ছেড়ে চলো , হে অননুমোদিত!
না হয় , নির্জনতার অসীমত্বেই হব বিহিত!
ডানপিটে রোদ্দুর ডিঙিয়ে অথবা সমুদ্র অথৈ
দুস্কর তরে নিকষ হোক সে যতই!
নিয়ে চল মন সে অনাবিলে, যেখানে অন্তরায়
যাব কি? যাব না! এমন করো না হৃদয়।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪১