" কে? " _ বোধহয় এটাই সবচেয়ে কঠিন প্রশ্ন সমগ্র জীবন পরিমন্ডলে।অন্তত আমার কাছে তেমনিই মনে হয়। যেমনঃ
আমি কে?
আমারা কে?
তুমি বা তোমারা কে?
তারা বা সবাই কে?
স্রষ্টা কে?
শয়তান কে?
শয়তানদের সহচার্য কে?
আত্মা কে?
মৃত্যু কে?
সর্বজনীনভাবে কি এগুলোর উত্তর দিতে পারবেন কেউ? হয়তো পারা যাবে না। আসলে পারা যায় না। কেউ একজন মতের ভিন্নতা আনলেই উত্তর টা হয়ে যায় একপাক্ষিক। সবচেয়ে কঠিনতর প্রশ্ন টা বোধহয় :
আমি কে?
এবং
স্রষ্টা কে?
সক্রেটিসের একটি বিখ্যাত উক্তি ছিল, Know theyself অর্থাৎ নিজেকে জানো। বর্ণিত আছে , ডেলফির উপাসনালয়ে একবার জিজ্ঞাসা করা হয় সক্রেটিস অপেক্ষা বিজ্ঞতর কোনো ব্যক্তি আছেন কিনা। এর উত্তর আসে সক্রেটিস অপেক্ষা বিজ্ঞতর কোনো ব্যক্তি নেই। এই দৈববাণীতে তিনি সম্পূর্ণ হতবুদ্ধি হয়ে পড়েন। কারণ তিনি জানতেন, তিনি কিছুই জানেন না।
মজার ব্যাপার হলো , know theyself এর প্রবর্তক নিজেই জানতেন যে তিনি কিছুই জানেন না।
দ্বিতীয়ত, নাস্তিকতার পথ নাকি ধার্মিকতার পথ? _ এ প্রশ্ন করা হলে সাথে সাথেই উত্তর টিও প্রশ্ন হয়ে যায় যে, সৃস্টিকর্তা কে?
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৯