অবিলম্বে অস্থায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুক্ত বরিশাল জিলা স্কুল চাই
WE WANT OUR CAMPUS FREE
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বরিশাল জিলা স্কুল ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার সূত্র ধরে গতকাল ২৭ সেপ্টেম্বর ২০১৩ স্কুলের সপ্তম শ্রেনীর এক ছাত্রকে ছুরিকাঘাত করা হয়। যদিও জানা যায়নি কে বা কারা এই নৃশংস কাজ করেছে। তবুও সহজেই অনুমেয় যে এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাজ।
কিছুক্ষন আগে আমার এক বন্ধু কল দিয়ে পুরো ঘটনা আমাকে জানালো। পরে পত্রিকা পড়ে বিস্তারিত জানতে পারলাম।
স্থানীয় এক পত্রিকা থেকে কিছু অংশ তুলে ধরছিঃ
শাফায়াত হোসেন নামে বরিশাল জিলা স্কুলের সপ্তম শ্রেনীর এক ছাত্রকে আজ বৃহস্পতিবার কয়েক দুর্বৃত্ত কুপিয়ে মারাত্মক জখম করেছে। শাফায়াতকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নগরীর ব্রাউন্ড কম্পাউন্ড এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে ওই ঘটনা ঘটে। এই হামলার ঘটনা জানান পর জিলা স্কুলের বিক্ষুব্ধ ছাত্ররা দুপুরে স্কুল ছেড়ে মিছিল নিয়ে রাস্তায় বের হয়ে যায় এবং সড়ক অবরোধ করে। তারা জিলা স্কুল ক্যাম্পাসে অবস্থিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ঘটনার জন্য দায়ী করে । স্কুলের প্রধানশিক্ষিকা সাবিনা ইয়াসমীন এরপরপরই স্কুল ছুটি ঘোষনা করেণ। কোতয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন শাফায়াতের বাবা মো.ইসলাম হোসেন চুন্নুর বরাত দিয়ে জানান, শাফায়াত বাসা থেকে বের হয়ে একই এলাকার বীরউত্তম ভবনের কাছে পৌঁছুলে তাকে পিছন দিকে থেকে কোপানো হয়। তার মাথা ও ঘাড়ে আঘাত লেগেছে বলে জানান ওসি।
Click This Link
আমার এই ব্যাপারে মতামত হল - যেহেতু স্কুল ক্যাম্পাসে অস্থায়ীভাবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে সেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তাদের ছাত্রদের সহনশীল আচরণ করা উচিত ছিল। সেখানে তারা উল্টো আচরণ করেছেন। একই সাথে উল্লেখ্য ছোট একটা ইস্যুকে কেন্দ্র করে বড় কিছু হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু একজন স্কুল ছাত্রের সাথে একজন বিশ্ববিদ্যালয় ছাত্র কিভাবে লাগতে যায়? আর তাছাড়া স্কুলের কম করে হলেও ৯৫% ছাত্রই স্থানীয় অপরপক্ষে বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ছাত্র-ছাত্রীই বহিরাগত। সুতরাং এই ক্ষেত্রে স্থানীয়দের দাপট একটু বেশি থাকবে এটাও যুক্তি সঙ্গত। কিন্তু তাই বলে ছাত্রদের গায়ে কোপ দেওয়ার ব্যাপারটা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। প্রথমত অবৈধ দ্বিতীয়ত অসম একটা ব্যাপার। স্কুল ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় এর অস্থায়ী ক্যাম্পাস সরিয়ে নেওয়াটা জরুরী। আর না হলে আগামীতে আরও ভয়াবহ ঘটনাও ঘটতে পারে।
এখন আমাদের দাবী - আমাদের স্কুল ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস অবিলম্বে সরিয়ে নেওয়া হোক।
বরিশাল জিলা স্কুলের প্রাক্তন ছাত্ররা থাকলে আওয়াজ দিবেন। আমরা অবিলম্বে এই ব্যাপারে প্রশাসনের কাছে জোরালো দাবী জানানোর প্রস্তুতি নিচ্ছি।
#মীর আরমান
এক্স স্টুডেন্ট'০৬
বরিশাল জিলা স্কুল
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০২