আমার জীবনের স্মরণীয় একটা দিন ছিল গতকাল। প্রচন্ড জ্বর থাকার কারণে সকালে অফিসে যেতে পারিনি। শরীরের সাথে মনের স্বাভাবিক সম্পর্কের কারনেই মন মেজাজ খারাপ ছিল। কিন্তু বিকেলে ব্লগ ডে তে গিয়ে মনটা ভালো হয়ে গিয়েছে। পরিচয় হল এম মশিউর, জেরিফ, মোমের মানুষ আর সোহেল ভাইয়ের সাথে। দেখা হল আমার প্রিয় তিন প্রানী থুক্কু ব্লগার মাগুর, কুনোব্যাঙ আর খাটাস এর সাথে। আরও দেখা হল স্বপ্নবাজ অভি, স্নিগ্ধ শোভন, কাণ্ডারি ভাই, সাবির ভাই, অপু ভাই, কা_ভা ভাই, জনি ভাই, এপোলো ৯০, চিরতার রস ভাই, মাহতাব, সেলিম ভাই এর সাথে।
দেখা হল নীল'দা, রোদেলা আপু, দুর্জয় ভাই, আলাউদ্দিন ভাই, শরৎ'দার সঙ্গেও।
ব্লগ ডে'র স্পেশাল আকর্ষণ ছিল আমার খুব প্রিয় ব্লগার, বিশিষ্ট গবেষক, পরিবেশবিদ, অনলাইন এক্টিভিস্ট (লাইভ), সাহিত্যিক ও কবি জনাব পরিবেশ বন্ধু। তার স্বরচিত কবিতা ও গান ছিল অসাধারণ।
এই ব্লগ ডে তে প্রথম কোন মাল্টি নিকের সাথে পরিচয় হল। যার নাম হল ঢেঁড়স দা লেডিস ফিঙ্গার, যার আসল পরিচয় পাওয়া যায় নি !
শরৎ দা আগামী দশ বছরের জন্য গ্রুপ ভাগ করলে আমি একজন আরমান "আলু গ্রুপের" একজন স্বতন্ত্র মেম্বার হিসেবে ঘোষিত হই। একারণে আমি খুবই গর্ববোধ করছি। কারণ আলু এমন একটি খাবার যা সব তরকারিতেই গ্রহণযোগ্য আই মিন অলরাউন্ডার !
সব শেষে ব্লগার কাণ্ডারি অথর্ব আর এহসান সাবির ভাইকে আপ্যায়নের জন্য ধন্যবাদ।
যাদেরকে মিস করেছিঃ বরিশাইল্লা অদ্বিতীয়া আমি আপু, হামা ভাই, সমুদ্র কন্যা আপু, টিঙ্কুর মা, এবং সিলেটের ব্লগারদের।