আপডেট সময়ঃ বিকেল ৪.০০ ঘটিকা
প্রতিবারের মতো এবারও আমরা ১৯ শে ডিসেম্বর, ২০১৩ তারিখে ৫ম বাংলা ব্লগ দিবসের মত একটি গুরুত্বপূর্ণ এবং আনন্দয়ময় দিন উদযাপন করবো।
অনেক ভালোবাসা, শ্রম, মেধা, পারষ্পরিক সহযোগিতা তথা সম্মিলিত প্রচেষ্টায় প্রবল আনন্দে বড় হয়ে উঠছে আমাদের সবার প্রিয় এই সামহোয়্যার ইন...ব্লগ “বাঁধ ভাঙার আওয়াজ”, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্মটি।
অত্যন্ত আক্ষেপ ভরা মন নিয়ে বলতে হচ্ছে, চলমান রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তা এবং জনজীবনের নিরাপত্তাহীনতার বিষয়টি বিবেচনা করে; সেই সাথে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এবং ব্লগারদের জানমালের নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে গুরুত্ব দিয়ে বিবেচনা করে প্রায় সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করার পরও প্রতিবছরের মত এবার আয়োজন করে ঢাকায়, ৫ম বাংলা ব্লগ দিবস উদযাপন করা সম্ভব হচ্ছে না। তবুও বাংলা ব্লগ দিবসকে ঘিরে ব্লগারদের মাঝে প্রবল উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে গেছে দেশের বিভিন্ন জেলাগুলোতে এমনকি বিশ্বের নানা প্রান্তে। দেশের ও বিদেশের বাংলা ব্লগাররা ৫ম বাংলা ব্লগ দিবস উদযাপনের নিজস্ব প্রস্তুতিও সম্পন্ন করেছেন। ঢাকায় কেন্দ্রীয়ভাবে না হলেও সম্ভাবনা রয়েছে বিভিন্ন অঞ্চলভিত্তিক যেমন, যশোর, সিলেট, রাজশাহী, দিনাজপুর, রংপুর, চট্টগ্রাম ও আরো কিছু অঞ্চলে নিজেদের মত করে ৫ম বাংলা ব্লগ দিবস উদযাপনের প্রস্তুতি।
সেই সূত্র ধরেই এবার আমরা মিরপুরের ব্লগাররা সম্পূর্ণ নিজেদের মত করে ৫ম বাংলা ব্লগ দিবস উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা মিরপুরের ব্লগাররা মিলে একটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ব্লগ দিবস পালন করতে সক্ষম হব। তাই আমি মিরপুরের ব্লগারদের পক্ষ থেকে সকলকে আমন্ত্রন করছি আমাদের সাথে যোগদান করতে। যদিও আমরা মিরপুরের ব্লগাররা আয়োজন করছি কিন্তু অন্যান্য সকল এলাকার এবং অন্যান্য ব্লগ প্ল্যাটফর্মের ব্লগারদের জন্য উন্মুক্ত।
আগ্রহী ব্লগাররা পোষ্টে মন্তব্যের ঘরে মুল্যবান মতামত দিয়ে এবং নিচে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনাদের উপস্থিতি নিশ্চিত করবেন।
বড় করে দেখতে হলে
http://goo.gl/qMjZgb
http://goo.gl/maps/CvPV9
স্থানঃ ১৬ ইসিবি ক্যান্টিন (শতবর্ষের ঢাকা ভাস্কর্যের পাশে)
শহীদবাগ,পল্লবী, মিরপুর, ঢাকা।
তারিখঃ ১৯ শে ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০১৩
সময়ঃ বিকেল ৪.০০ ঘটিকা।
সার্বক্ষণিক যোগাযোগঃ ০১৬৭০ ১৫ ২৫ ৬২, ০১৭৮৫ ৭৭ ৭৭ ৮১
শতবর্ষের ঢাকা
ফটো ক্রেডিটঃ ব্লগার আরজুপনি
ক্লান্তিহীন পথচলায় আপন মহিমায় চির ভাস্বর হয়ে অনির্বাণ শিখার মতো প্রজ্বলিত থাকুক ব্লগারদের কার্যক্রম। অভিনন্দন এবং শুভেচ্ছা সবাইকে।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৫ রাত ১১:৪৩