তুমি বড্ড বেশি সস্তা হয়ে গেছো,
যেন বস্তা পচা প্যাকেজ নাটক কোন
অথবা ঘামে ভেজা স্যান্ডো গেঞ্জি।
আমি সূর্যের কাছ থেকে ধার করা আলোতে স্বপ্ন দেখিনা,
দেখিনা নগ্ন জলাধারে জেগে থাকা শ্যাওলা,
স্ফীত হতে হতে কল্যাণীর মন যখন নাভির সমতুল্য,
আমি তখনও দেখিনা হিমালয়ের গায়ে জমে থাকা ধুলো।
বরং চলো রক্ত দিয়ে জানালার কাঁচ মুছি,
দরজায় রাখা পাপোশটিতে স্বপ্নের ছবি আঁকি,
খুঁজে দেখো ফ্রিজে কেটে রাখা আছে পেঁয়াজ কুচি,
আজকে নাহয় দুজনা মিলে ডিম ভাজি করে খাবো,
তারপর একটু একটু করে সুখ খুঁজে নেবো।
*******
অভিমানী সায়ানাইড,
যেন আমার মনের প্রভাত ফেরি।
রক্তিম পলাশের বনে বন্দী কুহকে;
ঈশ্বরের কাছে দরাজ কণ্ঠে আর্তনাদ করি,
আমি বাঁচতে চাই।
আমাকে কেউ কি দেবে;
মৃত্যু যন্ত্রণা ভুলে থাকার আস্থা ?
তারপর ধীরে - ধীরে
একটু - একটু করে
মৃত্তিকার যোনি পথে;
খুধার ক্ষুরধার আগুন পোহাতে,
কেউ কি দেবে;
একফোঁটা বিষের শরবত এনে ?
বড্ড বেশি লাজুক এই শুকনো পাতাগুলো,
ভেবোনা তোমাদের জন্য মায়া হয়।
শহরের উঁচু - উঁচু দালানের ভীরে
করুণা হয়।
নষ্ট - নষ্ট - নষ্ট
সব পথভ্রষ্ট নাবিকেরা,
বাসের কালো ধোঁয়াকে নিয়ে হিংসে করে !
ওদের ঠোঁটে চাতকের হাসি !
এইত বেশ আছো,
বলে যায় উৎকট গন্ধ আমার নাকে।
বাদামী রঙের নেশায় বুদ হয়ে,
বেশ্যা মায়ের আঁচলে তবু
আমি শকুনের মত সুখ খুঁজে ফিরি !
*******
বাগানের ফুলগুলো বড়ই অশ্লীল ! কেমন যেন হা করে তাকিয়ে থাকে। সুবাস ছড়িয়ে ঠোঁটে তুলে নিতে বলে। আমি ফুলগুলোকে বলি, উন্মুক্ত করে ধর তোমাদের মনের অধর, সেখানে আমার বিষবাষ্পের আচ্ছাদন হতে দাও।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৫ রাত ১১:৪৭