এক্সক্লুসিভ- সামহোয়ার ইন নেট নামক সফটওয়ার কোম্পানীর অবৈধ ব্যবসার তদন্তে নেমেছে গোয়েন্দারা
সৈয়দা গুলশান ফেরদৌস জানা
বৈধ ও অবৈধভাবে বাংলাদেশে এসে নানা বৈধ অবৈধ এবং অস্ত্র ও মাদক ব্যবসা, প্রতারণা-চোরাচালানসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছেন অনেক বিদেশি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দেওয়ার জন্য তাঁদের কেউ কেউ এ দেশে বিয়ে করে স্ত্রীর সহায়তায় অবৈধ ব্যবসা এবং অপরাধমূলক কাজ চালিয়ে যাচ্ছেন।
তেমনি একজন হল সামহোয়্যার ইন এর মালিক নরওয়ের নাগরিক আরিল। বাংলাদেশে এসে তিনি বিয়ে করেছেন, বাঙ্গালী মেয়ে সৈয়দা গুলশান ফেরদৌস জানাকে যিনি কোম্পানি টির হেড অব অ্যালায়েন্সেস হিসেবে রয়েছেন। বিদেশী একজন নাগরিক বাংলাদেশে এসে আইটি খাতের মত স্পর্শকাতর একটি খাতে এতদিন ব্যবসা করছেন সেটা গোয়েন্দাদের তেমন নজরে ছিলনা এতদনি। কিন্তু অতি সম্প্রতি সরকার ব্লগ-ফেসবুক সহ বিভিন্ন অনলাইন মিডিয়া নিয়ে মাথা ঘামাতে শুরু করলে কেঁচো খুড়তে সাপ বেরিয়ে পড়ে। প্রথমে গোয়েন্দারা মুলত সরকার বিরোধী লেখা নিয়ে মাথা ঘামালেও বর্তমানে তারা সামহোয়্যার ইনের পুরো ব্যবসা নিয়ে তদন্তে নেমেছে। তাদের কাছে গুরত্ব পাচ্ছে বিদেশী নাগরিক অরিল কিভাবে এতদিন এদেশে ব্যবসা করছেন, কোনপ্রকার তথ্য ও মুদ্রাপাচারর সাথে এরা জড়িত কিনা, ব্লগে সরকার বিরোধী প্রচারনার সাথে এদের সাথে বিরোধী দলের সাথে সংশ্লিষ্টতা রয়েছে কিনা, ধর্মীয় উস্কানীমুলক লেখা দেয়ার পিছনে সাম্প্রদায়িক উস্কানী দেয়ার উদ্দেশ্য আছে কিনা এবং অরিলা-জানার সাথে পার্শ্ববর্তি একটি দেশের সুসম্পর্কের কারণও খতিয়ে দেখা হচ্ছে।
একসাথে জানা-অরিল
এদিকে রাজস্ব কর্মকর্তারাও নেমেছেন বিদেশে মুদ্রাপাচার ঘটনা তদন্তে। বিদেশে সামহোয়্যার ইনের অবৈধ মুদ্রাপাচার নিয়ে এনবিআরের কাছে যথেষ্ট তথ্যপ্রমান রয়েছে। তারা এজন্য শিগ্রই সামহোয়্যার ইনের আর্থিক লেনদেন সর্ম্পকিত সকল ডুকুমেন্ট চেক করবেন বলে জানা যায়।
বলা চলে নতুন বছরের শুরুতে সামহোয়্যার ইন গ্রুপ বিশাল এক ঝাকুনি খেতে যাচ্ছে। এর পিছনে অবশ্য একটি ব্লগের হাত থাকার প্রমাণও পাওয়া গিয়েছে। সরকার সমর্থিত চট্টগ্রামের পটিয়ার এক এমপি পুত্রের পরিচালানাধিন "আমারব্লগ" এর পিছনে মুল কলকাঠি নাড়ছেন বলে সুত্রে প্রকাশ। তারা যেকোন ভাবে সামহোয়্যার ইন গ্রুপের ব্যবসা বগলদাবা করার জন্য উঠেপড়ে লেগেছে বলেও গুঞ্জন।
সম্প্রতি অবৈধ ব্যবসায় জড়িত আটক কিছু বিদেশী।
আমার বর্ণমালা
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:০৮